এই নিবন্ধটির তথ্যছকটি অন্য একটি ভাষা থেকে সম্পূর্ণ বা আংশিক অনুবাদ করা হয়নি। |
অ্যালিস স্প্রিংস উত্তরাঞ্চল | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
ভৌগোলিক স্থানাঙ্ক | ২৩°৪২′০″ দক্ষিণ ১৩৩°৫২′১২″ পূর্ব / ২৩.৭০০০০° দক্ষিণ ১৩৩.৮৭০০০° পূর্ব | ||||||||
জনসংখ্যা | ২৫,৯১২ (2021)[১] | ||||||||
• জনঘনত্ব | ৭৯.১২১/কিমি২ (২০৪.৯২/বর্গমাইল) | ||||||||
প্রতিষ্ঠার তারিখ | 1872 | ||||||||
ডাককোড | 0870-0872 | ||||||||
উচ্চতা | ৫৪৫ মি (১,৭৮৮ ফু) | ||||||||
আয়তন | ৩২৭.৫ বর্গ কি.মি.(১২৬.৪ বর্গমাইল)[২] (2011 urban) | ||||||||
সময় অঞ্চল | ACST (ইউটিসি+9:30) | ||||||||
নগরপাল | Matt Paterson | ||||||||
অবস্থান |
| ||||||||
স্থানীয় সরকার | Alice Springs Town Council | ||||||||
Territory নির্বাচনী এলাকা | |||||||||
কেন্দ্রীয় বিভাগ | Lingiari | ||||||||
|
অ্যালিস স্প্রিংস (ইংরেজি: Alice Springs; টেমপ্লেট:Lang-aer[৩]) অস্ট্রেলিয়ার নর্দান টেরিটরি অঞ্চলের একটি শহর। এটি ডারউইন ও পামারস্টনের পরে অঞ্চলটির তৃতীয় বৃহত্তম বসতি। জরিপকার উইলিয়াম মিলস যুক্তরাজ্যের দূরবার্তা প্রযুক্তিবিদ উইলিয়াম মিলসের স্ত্রী অ্যালিসের নামে এই লোকালয়টির নামকরণ করেন। শহরটিকে অনেকে সংক্ষেপে কেবল "অ্যালিস" নামে ডেকে থাকে। শহরটি মোটামুটিভাবে অস্ট্রেলিয়ার ঠিক ভৌগোলিক কেন্দ্রবিন্দুতে অবস্থিত। এটি উত্তরে ডারউইন ও দক্ষিণে অ্যাডেলেইড শহর থেকে সমান দূরত্বে অবস্থিত।[৪]
স্থানীয় আদিবাসী আররের্নতে নৃগোষ্ঠীর লোকেরা এই এলাকাটিকে এম্পার্নতোয়ে নামে চেনে। তারা বহু হাজার বছর ধরে এই কেন্দ্রীয় মরুভূমি এলাকাটিতে বাস করে আসছে।
অ্যালিস স্প্রিংস শহরের জনসংখ্যা প্রায় ২৬ হাজার (আগস্ট ২০২১)।[১] এখানে নর্দান টেরিটরি অঞ্চলের ১০% মানুষের বাস।[৪][৫]
শহরটি টড নদী নামক একটি স্বভাবত শুষ্ক নদীর দুই তীরের উপরে দাঁড়িয়ে আছে। দক্ষিণে ম্যাকডনেল পর্বতশ্রেণী। আশেপাশের অঞ্চলটি কেন্দ্রীয় অস্ট্রেলিয়া বা লাল কেন্দ্রাঞ্চল নামে পরিচিত; এর পরিবেশ অত্যন্ত ঊষর ও একাধিক মরুভূমি নিয়ে গঠিত। অ্যালিস স্প্রিংসের তাপমাত্রা গ্রীষ্মকালে গড় সর্বোচ্চ ৩৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি ও শীতে গড় সর্বনিম্ন প্রায় ৫ ডিগ্রি সেলসিয়াস।[৬]