ব্যবসার প্রকার | আমাজন.কম-এর সর্বত মালিকানাধীন সহায়ক |
---|---|
সাইটের প্রকার | ওয়েব ট্রাফিক এবং র্যাঙ্কিং |
উপলব্ধ | ইংরেজি |
প্রতিষ্ঠা | ১৯৯৬[১] |
সদরদপ্তর | সান ফ্রান্সিস্কো, ক্যালিফোর্নিয়া, ইউ.এস. |
সভাপতি | অ্যান্ড্রু রাম[২] |
প্রধান ব্যক্তি | ডেভ শার্পসি (সহ-সভাপতি)[৩] |
শিল্প | ইন্টারনেট তথ্য সরবরাহকারী |
পণ্যসমূহ | অ্যালেক্সা ওয়েব সার্চ (বিরত ২০০৮) আলেক্সা টুলবার |
ধারক কোম্পানী | আমাজন.কম (অর্জিত ১৯৯৯) |
ওয়েবসাইট | www |
অ্যালেক্সা অবস্থান | ২,০২৬ (মার্চ ২০১৫[হালনাগাদ])[৪] |
নিবন্ধন | ঐচ্ছিক |
বর্তমান অবস্থা | বন্ধ (১ মে ২০২২ | থেকে)
অ্যালেক্সা ইন্টারনেট, ইনক্. আমাজন.কম অধীনস্থ একটি ক্যালিফোর্নিয়া-ভিত্তিক কোম্পানি যা বাণিজ্যিক ওয়েব ট্রাফিক তথ্য সরবরাহ করে থাকে। একটি স্বাধীন কোম্পানি হিসেবে ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত হলেও, পরবর্তীতে ১৯৯৯ সালে আমাজন এটি অধিগ্রহণ করে নেয়।
২০২১ সালের ডিসেম্বর অ্যামাজন অ্যালেক্সা ইন্টারনেট সহায়ক সংস্থাটি বন্ধ করে দেয়ার ঘোষণা দেয়। তারপর ১ মে, ২০২২ তারিখে পরিষেবাটি বন্ধ করে দেওয়া হয়।[৫][৬]
সাইটটি ১৯৯৬ সালে চালু করা হয়েছে। এই সাইটের মালিক হিসেবে ব্রুস জিলাট সুপরিচিত একজন সাইবারস্পেসম্যান।[৭]
ওয়েবসাইটের মালিক, হোস্টিং দেশ ইত্যাদি তথ্য ছাড়াও ওয়েবসাইটের ট্রাফিক সম্পর্কে ধারণা দেয় অ্যালেক্সা। এছাড়া বিশ্বের ওয়েবসাইটগুলোর মধ্যে কোনো ওয়েবসাইটের র্যাংকিং কত তা দেখায়। এসইও'র কাজে অ্যালেক্সা বহুল ব্যবহৃত হয়ে থাকে। ওয়েব বিশেষজ্ঞদের মতে, অ্যালেক্সা র্যাংকিং-এ যদি কোনো সাইট প্রথম ১,০০,০০০-এর মধ্যে না থাকে, তাহলে যে রিপোর্ট দেখায়, তা প্রকৃতপক্ষে ভুল হয়ে থাকে। অ্যালেক্সা র্যাংকিং যদিও বিশ্বনন্দিত, কিন্তু যারা অ্যালেক্সা টুলবার ব্যবহার করেন কেবল তাদের ভিজিটই অ্যালেক্সা গোনে, তাই অ্যালেক্সার তথ্য ১০০ ভাগ নিরপেক্ষ নয়।[৮]
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |