ব্যক্তিগত তথ্য | |||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | আলেক্সান্ড্রা ওয়ালশ | ||||||||||||||
জাতীয়তা | মার্কিন | ||||||||||||||
জন্ম | ৩১ জুলাই ২০০১ | ||||||||||||||
উচ্চতা | ১.৮৩ মিটার (৬ ফুট ০ ইঞ্চি) | ||||||||||||||
ক্রীড়া | |||||||||||||||
ক্রীড়া | সাঁতার | ||||||||||||||
পদকের তথ্য
|
আলেক্সান্ড্রা "অ্যালেক্স" ওয়ালশ (ইংরেজি: Alexandra Walsh; জন্ম: ৩১ জুলাই ২০০১) হলেন একজন মার্কিন সাঁতারু।[১] তিনি ২০২০ সালে জাপানের টোকিওতে অনুষ্ঠিত গ্রীষ্মকালীন অলিম্পিকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করেছেন[২] এবং সাঁতারের নারীদের ২০০ মিটার ব্যক্তিগত মেডলি বিভাগে রৌপ্য পদক জয়লাভ করেছেন।[৩][৪][৫][৬]
২০১৯ সালে, পেরুর লিমায় অনুষ্ঠিত ২০১৯ প্যান আমেরিকান গেমসে তিনি যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করেছেন,[১] যেখানে তিনি ব্যক্তিগত প্রতিযোগিতায় দুটি স্বর্ণ পদক এবং ৪ × ২০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে একটি স্বর্ণ পদক মিলিয়ে সর্বমোট তিনটি স্বর্ণ পদক লাভ করেছেন।[১][৭][৮]
WALSH Alexandra
Alexandra Walsh