সিটি অব অ্যালেনটাউন | |
---|---|
গৃহ শাসন | |
নীতিবাক্য: "Sic Semper Tyrannis" | |
Location within Lehigh County | |
পেনসিলভানিয়ায় অবস্থান##যুক্তরাষ্ট্রে অবস্থান | |
স্থানাঙ্ক: ৪০°৩৬′০৬″ উত্তর ৭৫°২৮′৩৮″ পশ্চিম / ৪০.৬০১৬৭° উত্তর ৭৫.৪৭৭২২° পশ্চিম | |
দেশ | যুক্তরাষ্ট্র |
অঙ্গরাজ্য | পেন্সিললভেনিয়া |
কাউন্টি | লেহাই |
বসতি স্থাপন | ১৭৫১ |
প্রতিষ্ঠিত | ১৭৬২ |
স্থানীয় শাসনের আওতাভুক্তিকরণ | ১২ মার্চ, ১৮৬৭ |
প্রতিষ্ঠাতা | উইলিয়াম অ্যালেন |
নামকরণের কারণ | উইলিয়াম অ্যালেন |
সরকার | |
• ধরন | মেয়র-কাউন্সিল |
• মেয়র | রে ও কনেল (ডি) |
• City Solicitor | Tom Traud |
• City Controller | Jeff Glazier |
• City Council | Council Members |
• Senate | Pat Browne (R) |
আয়তন[১] | |
• গৃহ শাসন | ১৭.৯৯ বর্গমাইল (৪৬.৬০ বর্গকিমি) |
• স্থলভাগ | ১৭.৫৫ বর্গমাইল (৪৫.৪৭ বর্গকিমি) |
• জলভাগ | ০.৪৪ বর্গমাইল (১.১৪ বর্গকিমি) |
• পৌর এলাকা | ২৮৯.৫০ বর্গমাইল (৭৪৯.৭৯ বর্গকিমি) |
• মহানগর | ৭৩০.০ বর্গমাইল (১,১৭৪.৮২ বর্গকিমি) |
উচ্চতা | ৩৩৮ ফুট (১০৩ মিটার) |
সর্বোচ্চ উচ্চতা | ৪৪০ ফুট (১৩০ মিটার) |
সর্বনিন্ম উচ্চতা | ২৫৫ ফুট (৭৮ মিটার) |
জনসংখ্যা (2010)[২] | |
• গৃহ শাসন | ১,১৮,০৩২ |
• আনুমানিক (2019) | ১,২১,৪৪২ |
• জনঘনত্ব | ৬,৯১৮.২০/বর্গমাইল (২,৬৭১.১১/বর্গকিমি) |
• পৌর এলাকা | ৬,৬৪,৬৫১ (US: ৬১st) |
• পৌর এলাকার জনঘনত্ব | ১,৯৯১.০/বর্গমাইল (৭৬৮.৭/বর্গকিমি) |
• মহানগর | ৮,২৭,০৪৮ (US: ৬৮th) |
• মহানগর জনঘনত্ব | ১,১১৭.৮/বর্গমাইল (৪৩১.৬/বর্গকিমি) |
• Demonym | Allentonian |
সময় অঞ্চল | EST (ইউটিসি−5) |
• গ্রীষ্মকালীন (দিসস) | EDT (ইউটিসি−4) |
ZIP codes | 18101, 18102, 18103, 18104, 18105, 18106, 18109, 18175, 18195 |
Area codes | 610, 484 |
FIPS code | 42-02000 |
GNIS feature ID | 1202899[৩] |
Primary Airport | Lehigh Valley International Airport- ABE (Major/International) |
Secondary Airport | Allentown Queen City Municipal Airport- XLL (Minor) |
ওয়েবসাইট | www |
অ্যালেনটাউন মার্কিন যুক্তরাষ্ট্রের পেন্সিলভেনিয়া অঙ্গরাজ্যের লেই কাউন্টির একটি শহর। এটি পেন্সিলভেনিয়ার তৃতীয় বৃহত্তম ও যুক্তরাষ্ট্রের ২৩৩-তম বৃহত্তম শহর। ২০১০ সালের আদমশুমারি অনুযায়ী অ্যালেনটাউনের জনসংখ্যা ১,১৮,০৩২। ২০১৯ সালের হিসাব অনুযায়ী এটি পেন্সিলভেনিয়ার সবচেয়ে দ্রুত বর্ধনশীল প্রধান শহর। ১৭৬২ সালে শহরটি প্রতিষ্ঠিত হয়।
লেহাই নদীর তীরে অ্যালেনটাউন শহরটি অবস্থিত। এটি সংলগ্ন বেথলেহেম ও ইস্টন অপেক্ষা বৃহত্তর। অ্যালেনটাউনের অবস্থান ফিলাডেলফিয়া শহরের ৫৫ মাইল উত্তর, উত্তর-পশ্চিমে, স্ক্র্যান্টন ও ওয়াইয়োমিং উপত্যকার ৭৫ মাইল দক্ষিণ-দক্ষিণপূর্বে, হ্যারিসবার্গের ৮০ মাইল পূর্ব-উত্তরপূর্বে এবং নিউ ইয়র্ক সিটির ৮৫ মাইল পশ্চিমে অবস্থিত।
২০১৬ সালের এপ্রিলে আরবান ল্যান্ড ইনস্টিটিউট অ্যালেনটাউনকে নগরের কেন্দ্রের পুনঃউন্নয়ন ও রূপান্তরের জন্য "জাতীয় সাফল্য" হিসেবে ঘোষণা দেয়। ২০১৯-এর এপ্রিল পর্যন্ত এখানে ১ বিলিয়ন ডলারের বিনিয়োগ হয়েছে। [৯][১০]
অ্যালেনটাউন শহর ও লেহাই কাউন্টি বর্তমানে যেখানে অবস্থিত, ১৭০০ শতকে সেখানে ওক গাছের অরণ্যানী ছিল। আদিবাসী আমেরিকানরা এ এলাকায় ট্রাউট মৎস্য ও হরিণ শিকার করত। ১৭৩৬ সালে ফিলাডেলফিয়ার উত্তরে একটি বৃহৎ এলাকার মালিকাকানা (বর্তমানে যেখানে অ্যালেনটাউন শহর গড়ে ওঠেছে) উইলিয়াম পেনের তিন ছেলে জন, টমাস ও রিচার্ড পেনকে ২৩ জন গোত্রপ্রধান বুঝিয়ে দেন। এর বদলে গোত্রপ্রধানরা জুতা, বাহুবন্ধনী (বকলস), টুপি, জামা, ছুরি, কাঁচি, চিরুনি, সুঁই, বিবর্ধক কাচ, রাম (পানীয়) ও ধূমপানের পাইপ লাভ করেন। [১১]
টমাস পেন ১৭৩২ সালের ১৮ মে ৫,০০০ একর (২০ কিলোমিটার) ভূমির মালিকানা জোসেফ টার্নারকে প্রদান করেন। ১৭৩৫ সালের ১০ সেপ্টেম্বর উইলিয়াম অ্যালেন এই ভূমি ক্রয় করেন।
১৭৩৬ সালের ২৩ মে ভূমি নিরীক্ষা করা হয়। ১৭৫৩ সালে ডেভিড শুলৎজ ইস্টন থেকে রিডিং পর্যন্ত যে ভূমি নিরীক্ষা করেন, তার মানচিত্রে অ্যালেনের কাঠের বাড়ির অবস্থান প্রদর্শিত হয়েছে। অ্যালেন এখানে বিখ্যাত অতিথিদের অভ্যর্থনা জানাতেন। এদের মধ্যে রয়েছেন তার ভগ্নিপতি জেমস হ্যামিল্টন এবং পেন্সিলভেনিয়ার ঔপনিবেশিক যুগের গভর্নর জন পেন।
১৭৬২ সালে পেন্সিলভেনিয়া প্রদেশের তদানীন্তন প্রধান বিচারপতি, ফিলাডেলফিয়া শহরের প্রাক্তন মেয়র ও ধনী জাহাজ ব্যবসায়ী উইলিয়াম অ্যালেন নর্দাম্পটন নামে অ্যালেনটাউন শহরের গোড়াপত্তন করেন। সম্ভবত পেনদের সঙ্গে তার এক ধরনের প্রতিদ্বন্দ্বিতা সৃষ্টি হয়েছিল, যার কারণে তিনি নিজেই একটি শহর গড়ে তোলার সিদ্ধান্ত গ্রহণ করেন।
১৭৫২ সালে নর্দাম্পটন ও বার্কস কাউন্টি প্রতিষ্ঠিত হয়। এদের কাউন্টি আসন হয় যথাক্রমে ইস্টন ও রিডিং। অ্যালেন ইস্টন থেকে নর্দাম্পটন কাউন্টির কাউন্টি আসন স্থানান্তরিত করার চেষ্টা করলেও তার এ প্রচেষ্টা ব্যর্থ হয়।