অ্যালোন | |
---|---|
পরিচালক | ভূষণ প্যাটেল |
প্রযোজক |
|
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | |
প্রযোজনা কোম্পানি | |
মুক্তি |
|
স্থিতিকাল | ১৩৪ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
নির্মাণব্যয় | ১৮ কোটি টাকা |
আয় | প্রা. ২৫ কোটি টাকা[১] |
অ্যালোন হল ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত একটি ভারতীয় হরর চলচ্চিত্র। ছবিটি পরিচালনা করেন ভূষণ প্যাটেল। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেন বিপাশা বসু ও করণ সিং গ্রোভার। ছবিটি টেলস ফ্রম দ্য ক্রিপ্ট ধারাবাহিকের "মাই ব্রাদার্স কিপার" পর্ব অমলম্বনে নির্মিত একই শিরোনামের একটি থাই চলচ্চিত্রের পুনর্নির্মাণ।
ছবির সূত্রপাত কেরলে এক ঝড়ের রাতে। গাছের একটি বড়ো ডাল পড়ে একটি আউটহাউসের ছাদ ভেঙে পড়ে। যে মহিলা সেই আউটহাইস পরিদর্শনে এসেছিলেন তাকে হাসপাতালে নিয়ে যেতে হয়।
অন্য একটি শহরে সেই মহিলার মেয়ে সঞ্জনা একসঙ্গে নিজের জন্মদিন পালন করতে না পেরে (বিপাশা বসু) তার স্বামী কবীর (করণ সিং গ্রোভার) ঝগড়া করছিলেন। মায়ের দুর্ঘটনার খবর পেয়ে তারা বিমানে দ্রুত কেরলের পথে রওনা হন।
অ্যালোন | |||||
---|---|---|---|---|---|
কর্তৃক সাউন্ডট্র্যাক অ্যালবাম | |||||
মুক্তির তারিখ | ৩ জানুয়ারি ২০১৫[২] | ||||
ঘরানা | কাহিনিচিত্রের সাউন্ডট্র্যাক | ||||
দৈর্ঘ্য | ২০:০৬ | ||||
সঙ্গীত প্রকাশনী | টি-সিরিজ | ||||
প্রযোজক | কুমার মঙ্গত | ||||
|