ধরন | প্রাইভেট লিমিটেড কোম্পানি |
---|---|
আইএসআইএন | GB00BFXZC448 |
শিল্প | মোটরগাড়ি |
প্রতিষ্ঠাকাল | ১৯১৩ |
প্রতিষ্ঠাতা | লায়োনেল মার্টিন রবার্ট বামফোর্ড |
সদরদপ্তর | , |
প্রধান ব্যক্তি | ড. উলরিখ বেজ, সিইও মারেক রেইখম্যান, ডিরেক্টর অফ ডিজাইন |
পণ্যসমূহ | মোটরগাড়ি |
আয় | ১,৩৮,১৫,০০,০০০ পাউন্ড স্টার্লিং (২০২২) |
−১১,৭৯,০০,০০০ পাউন্ড স্টার্লিং (২০২২) | |
−৫২,৭৭,০০,০০০ পাউন্ড স্টার্লিং (২০২২) | |
মালিক | ডেভিড রিচার্ডস জন সাইন্ডারস ইনভেস্টমেন্ট ডার আডিম ইনভেস্টমেন্ট[১] |
কর্মীসংখ্যা | ৩,০০০ (২০২২) |
ওয়েবসাইট | যুক্তরাজ্য ওয়েবসাইট আন্তর্জাতিক ওয়েবসাইট |
অ্যাস্টন মার্টিন ল্যাগোন্ডা লিমিটেড (ইংরেজি: Aston Martin Lagonda Limited) হচ্ছে যুক্তরাজ্যের গেডন, ওয়ারউইকশায়ারে অবস্থিত একটি বিলাসবহুল স্পোর্টস কার নির্মাতা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির নামের ‘অ্যাস্টন’ অংশটি এসেছে বাকিংহামশায়ারের অ্যাস্টন ক্লিনটন অঞ্চলের অ্যাস্টন হিল থেকে, এবং ‘মার্টিন’ শব্দটি এর প্রতিষ্ঠাতা লায়োনেল মার্টিনের নামের শেষ অংশ হতে উদ্ভূত।[২]
১৯৯৪ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত অ্যাস্টন মার্টিন যুক্তরাষ্ট্রের ফোর্ড মোটর কোম্পানির মালিকানাভুক্ত ছিলো। ২০০০ সাল থেকে ফোর্ড তাদের প্রিমিয়ার অটোমোটিভ গ্রুপের অধীনে এই কোম্পানিটি পরিচালনা করতো। ২০০৭ সালের ১২ মার্চ, ৯২ কোটি ৪০ লক্ষ পাউন্ডের বিনিময়ে, ফোর্ড অ্যাস্টন মার্টিনকে ডেভিড রিচার্ডসের নেতৃত্বে একটি যৌথ মালিকানাস্বত্ব বিশিষ্ট কোম্পানির কাছে বিক্রি করে দেয়। যৌথ মালিকানাযুক্ত এই কোম্পানিটির অন্যান্য স্বত্বাধিকারীদের মধ্যে আছে ইনভেস্টমেন্ট ডার, কুয়েত ভিত্তিক ব্যবসায়ী প্রতিষ্ঠান আডিম ইনভেস্টমেন্ট, এবং ব্রিটিশ ব্যবসায়ী জন সাইন্ডারস[৩] কোম্পানিটির পেছনে ফোর্ডের অতিরিক্ত বিনিয়োগ ছিলো প্রায় ৭ কোটি ৭০ লক্ষ মার্কিন ডলার, যা কোম্পানিটির দাম ৯২ কোটি ৪০ লাখ ডলারে উত্তীর্ণ করে।[৪]
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |