আ গালে লাগ জা (১৯৭৩-এর চলচ্চিত্র)

আ গালে লাগ জা
পরিচালকমনমোহন দেসাই
প্রযোজকএ. কে. নাদিয়াদওয়ালা
রচয়িতাশ্রীমতি জীবনপ্রভা মনমোহন দেসাই
কে. বি. পাঠক
প্রয়াগ রাজ
শ্রেষ্ঠাংশেশশী কাপুর
শর্মিলা ঠাকুর
শত্রুঘ্ন সিনহা
সুরকাররাহুল দেব বর্মণ
চিত্রগ্রাহকপিটার পেরেরা
সম্পাদককমলাকর কামখানিস
প্রযোজনা
কোম্পানি
কে আসিফ স্টুডিও
রঞ্জিত স্টুডিও
স্বতি স্টুডিও
পরিবেশকএ কে মুভিজ
পলিডোর
মুক্তি
  • ১৬ নভেম্বর ১৯৭৩ (1973-11-16)
স্থিতিকাল১৪৯ মিনিট
দেশভারত
ভাষাহিন্দি
আয় ১.৫ কোটি (ইউএস$ ১,৮৩,৩৪৯.৫)[]

আ গালে লাগ জা (হিন্দি: आ गले लग जा, অনুবাদ'এসো আলিঙ্গন করো') হচ্ছে ১৯৭৩ সালে মুক্তিপ্রাপ্ত একটি হিন্দি চলচ্চিত্র। খ্যাতিমান পরিচালক মনমোহন দেসাই চলচ্চিত্রটির পরিচালক ছিলেন, কাহিনী লিখেছিলেন তার স্ত্রী জীবনপ্রভা সহ কে.বি. পাঠক এবং প্রয়াগ রাজ। চলচ্চিত্রটির প্রধান চরিত্রে শশী কাপুর, শর্মিলা ঠাকুর এবং শত্রুঘ্ন সিনহা ছিলেন। চলচ্চিত্রটি ব্যবসাসফল ছিলো।[]

এই চলচ্চিত্রের একটি জনপ্রিয় গান রয়েছে আর সেটা হলো 'তেরা মুঝছে হ্যায় প্যাহলি কা নাতা কোই' - এই গানটির জন্য সুষমা শ্রেষ্ঠা শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কারের মনোনয়ন পেয়েছিলেন। চলচ্চিত্রটির জন্য এই একটি মাত্র ফিল্মফেয়ার পুরস্কারের মনোনয়ন ছিলো।[] চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালক রাহুল দেব বর্মণ, তার সুর করা গানগুলো দর্শকপ্রিয়তা পেয়েছিলো।

এই চলচ্চিত্রটি তেলুগু ভাষায় পুনঃনির্মিত হয়েছিলো 'মঞ্চি মানুষুলু' (১৯৭৪) নামে এবং তামিল ভাষার পুনর্নির্মিত সংস্করণের নাম ছিলো 'উতমন' (১৯৭৬)।[] ১৯৮০-এর দশকে সিংহলী ভাষায় পরিচালক সেন সমরসিংহ 'ইয়ালি হামুইয়েন্নাই' নামের যে চলচ্চিত্র বানান সেটি এই 'আ গালে লাগ জা'র কাহিনীর মতোই ছিলো। এছাড়া ১৯৭৭ সালের পাকিস্তানি চলচ্চিত্র 'আইনা' এবং ১৯৮৫ সালের হিন্দি চলচ্চিত্র 'পিয়ার ঝুকতা নেহি'ও 'আ গালে লাগ জা' থেকে অনুপ্রাণিত ছিলো।

অভিনয়ে

[সম্পাদনা]

সঙ্গীত

[সম্পাদনা]

সহির লধুয়ানভির গীতিতে চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালনা করেছিলেন রাহুল দেব বর্মণ। তার সুরারোপ করা গানগুলো মানুষের হৃদয় ছুঁয়ে গিয়েছিলো।

  1. ওয়াদা কারো - কিশোর কুমার, লতা মঙ্গেশকর
  2. না কোই দিল মেঁ সামায়া - কিশোর কুমার
  3. তেরা মুঝসে হ্যায় প্যাহলে কা নাতা কোই (দ্বৈত) - কিশোর কুমার, সুষমা শ্রেষ্ঠা
  4. তেরা মুঝসে হ্যায় প্যাহলে কা নাতা কোই (একক) - কিশোর কুমার
  5. আয়ে মেরে বেটে (আনন্দ) - কিশোর কুমার, সুষমা শ্রেষ্ঠা
  6. আয়ে মেরে বেটে (দুঃখ) - কিশোর কুমার

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৪ অক্টোবর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ জুন ২০২০ 
  2. "Box office 1973"Box Office India। ২০ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-১১-১২ 
  3. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি" (পিডিএফ)। ১২ জুন ২০০৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ জুন ২০২০ 
  4. https://www.koimoi.com/bollywood-popular/bollywood-films-remade-in-south-indian-film-industry-2nd-edition/

বহিঃসংযোগ

[সম্পাদনা]