আঁচল মুঞ্জাল | |
---|---|
পেশা | অভিনেত্রী |
কর্মজীবন | ২০০৬–বর্তমান |
আঁচল মুঞ্জাল একজন ভারতীয় চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেত্রী ।[১]
মুঞ্জাল শিশুশিল্পী হিসেবে তার অভিনয় জগত আরম্ভ করে । মুঞ্জালের প্রথম অভিনয় ছিলো ২০০৮ সালে টেলিভিশনে ধুম মাচো ধুম সিনেমায় যেখানে তিনি সামিরা চরিত্রে অভিনয় করেছিলেন । [২]
২০১০ সালে তার যুগান্তকারী অভিনয় ছিলো উই আর ফ্যামিলি, যেটি ছিলো হলিউড সিনেমা স্টেপমম (১৯৯৮) এর রিমেক ।[২][৩] একই বছরে তারহ অভিনীত দুটি সিনেমা গোস্ট বানায়া দোস্ত যেটিতে তিনি চুন্নী চরিত্রে এবং অন্যটি হলো হিন্দি সিনেমা আরাক্সন যেটিতে মুনিয়া এস. যাদব চরিত্রে অভিনয় করেন ।[২][৪] .২০১১ থেকে ২০১৩ পর্যন্ত, তিনি পরভাররাশ – কুছ খাট্টি কুছ মেথি ছবিতে রবি আহুজার চরিত্রে অভিনয় করেছেন।
তিনি ২০১৩ -তে বাদে আচে লাগাতে হ্যায় - অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।[৫]
বছর | সিনেমা | ভূমিকা | টীকা |
---|---|---|---|
২০১০ | উই আর ফ্যামিলি | আলিয়া | অভিষেক |
২০১১ | আরাক্সন | মুনিয়া এস. যাদব | |
২০১৬ | গয়াল: অন্স এগেইন | আনুস্কা | |
২০১৭ | মুম্বাই স্পেশাল-৬ | মিসেস. আনুস্কা | |
২০১৮ | সে-ই | নীনা | তামিল |
বছর | সিনেমা | ভূমিকা |
---|---|---|
২০০৭ | ধুম মাচো ধুম | সামিরা |
২০১০ | গুস্ট বানায়া দোস্ত | চুন্নী |
২০১১–১৩ | প্যারেন্টিং - কুছ খাট্টি কুছ মেথি[৬] | রাবি জিত আহুজা |
২০১২ | গুমরাহ: এন্ড অফ ইনোসেন্স | অঞ্জলি ডোবরিয়াল |
২০১৩ | ওয়েলকাম – বাজি মেহমান নাওয়াজি কি | মুঞ্জাল |
বেধে আছে লাগতে হ্যায় | পিহু রাম কাপুর | |
২০১৪ | এক বনধ ইশকে | রাধা ভার্মা |
২০১৭ | দিল বাফারিং | আবি |