আঁচুড়ি | |
---|---|
গ্রাম | |
আঁচুড়ি | |
পশ্চিমবঙ্গের মানচিত্রে আঁচুড়ি গ্রামের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°১৬′৩৪.০″ উত্তর ৮৬°৫৯′৫২.১″ পূর্ব / ২৩.২৭৬১১১° উত্তর ৮৬.৯৯৭৮০৬° পূর্ব | |
দেশ | ভারত |
রাজ্য | পশ্চিমবঙ্গ |
জেলা | বাঁকুড়া |
সরকার | |
• ধরন | পঞ্চায়েত ব্যবস্থা |
• শাসক | গ্রাম পঞ্চায়েত |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৩,৩৮৬ |
ভাষা | |
• সরকারি | বাংলা, ইংরেজি |
সময় অঞ্চল | ভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+০৫:৩০) |
টেলিফোন/এসটিডি কোড | ০৩২৪২ |
লোকসভা কেন্দ্র | বাঁকুড়া |
বিধানসভা কেন্দ্র | বাঁকুড়া |
ওয়েবসাইট | bankura |
আঁচুড়ি হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বাঁকুড়া জেলার অন্তর্গত একটি গ্রাম। এই গ্রামটি উক্ত জেলার বাঁকুড়া সদর মহকুমার বাঁকুড়া ১ সমষ্টি উন্নয়ন ব্লকের অন্তর্গত।
২০১১ সালের জনগণনা অনুসারে আঁচুড়ি অঞ্চলের সামগ্রিক জনসংখ্যা ৩,৩৮৬। এর মধ্যে ১,৭২৮ জন (৫১%) ও ১,৬৫৮ জন (৪৯%) মহিলা। এদের মধ্যে আবার ৪০৬ জনের বয়স ছয় বছরের নিচে। আঁচুরি গ্রামে ২,২২৫ জন সাক্ষর (ছয় বছরের বেশি জনসংখ্যার ৭৪.৬৬%)।[১]
পুরুলিয়া জেলার সাঁওতালডি থেকে বাঁকুড়া জেলার ছাতনা হয়ে নদীয়া জেলার মাঝদিয়া পর্যন্ত প্রসারিত ৮ নং রাজ্য সড়ক আঁচুড়ি গ্রামের উপর দিয়ে গিয়েছে। বাঁকুড়া মেন বাস স্ট্যান্ড থেকে ৪.৫ কিমি দূরে অবস্থিত গ্রামটি। বাঁকুড়া বাস স্ট্যান্ড থেকে ছাতনা, কেঞ্জাকুড়া, শালতড়া, শুশুনিয়া, পুরুলিয়া এই সব রুটের বাস ৮ নং রাজ্য সড়ক হয়ে আঁচুড়ি গ্রামের উপর দিয়ে যাতায়াত করে। [২]
আঁচুড়ি গ্রামের পার্শ্ববর্তী গ্রাম গৌরীপুরে রয়েছে আঁচুড়ি রেল স্টেশন। আঁচুড়ি রেল স্টেশন দক্ষিণ পূর্ব রেলওয়ের অন্তর্গত। খড়গপুর থেকে আদ্রা গামী সমস্ত ট্রেন আঁচুড়ি রেল স্টেশনের উপর দিয়ে যাতায়াত করে। এই স্টেশনে প্রধানত লোকাল ট্রেনগুলি স্টপেজ দেয়।
আঁচুড়ি ব্লক সরকারি স্বাস্থ্যকেন্দ্রটি বাঁকুড়া ১ সমষ্টি উন্নয়ন ব্লকের কেন্দ্রীয় স্বাস্থ্য পরিষেবা প্রদান করে। কেঞ্জাকুড়া ও হেলনাশুশুনিয়া্তেও দু’টি স্বাস্থ্যকেন্দ্র রয়েছে এবং ১১টি উপশাখা রয়েছে।[৩]