আই সোইয়োন | |
---|---|
জাতীয়তা | দক্ষিণ কোরিয়া |
পেশা | গবেষক |
মহাকাশযাত্রা | |
কেএপি নভোচারী | |
মনোনয়ক | ২০০৬এর দক্ষিণ কোরীয় প্রোগ্রাম |
অভিযান | সয়ুজ টিএমএ-১২, সয়ুজ টিএমএ-১১ |
আই সোইয়োন (জন্ম: ২রা জুন, ১৯৭৮) একজন দক্ষিণ কোরীয় নভোচারী। [১] কেআইএসটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তিনি পৃথিবীর নবীনতম নভোচারী। ২০০৮ সালের ৮ই এপ্রিল তিনি সয়ুজ নভোযানে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করেন। তিনি প্রথম কোরীয় এবং দ্বিতীয় এশীয় নারী যিনি মহাকাশ অভিযানে অংশ নিয়েছেন।