আইআরআইবি টিভি১

আইআরআইবি টিভি১
উদ্বোধন৩ অক্টোবর ১৯৫৮; ৬৬ বছর আগে (1958-10-03)
মালিকানাইসলামি প্রজাতন্ত্রী ইরান সম্প্রচার
চিত্রের বিন্যাস১০৮০আই, এইচডিটিভি (এসডিটিভি ফিডের জন্য ৫৭৬আইতে ডাউনস্কেল করা)
দেশইরান
ভাষাফার্সি
প্রধান কার্যালয়তেহরান
পূর্বতন নামটেলিভিশন ইরান
ওয়েবসাইটtv1.ir
জামারানইউএইচএফ ডিজিটাল চ্যানেল ৩৭
আইআরআইবি টিভি১ এর লাইভ স্ট্রিম

আইআরআইবি টিভি১ (ফার্সি: شبکه یک, শিবকাহ-এ ইয়েক, অর্থ চ্যানেল ১) ইরানের ৪০টি জাতীয় টেলিভিশন চ্যানেলের মধ্যে এক।

আইআরআইবি টিভি১ ইরানের সবচেয়ে প্রাচীনতম জাতীয় টেলিভিশন চ্যানেল, যা ১৯৫৮ সালে সম্প্রচার শুরু করে। যেহেতু ইসলামি প্রজাতন্ত্রী ইরান সম্প্রচারের বেশিরভাগ টেলিভিশন বাজেট এটির জন্য আলাদা করে রাখা হয়, চ্যানেলটি কিছুর জন্য জাতীয় টেলিভিশন নামে পরিচিত।

চ্যানেলটির নানা ধরনের অনুষ্ঠানে রয়েছে নাটক, ইরানি চলচ্চিত্রের টেলিভিশনে প্রচার, এবং টক শো। শিশুতোষ অনুষ্ঠান পুনঃপ্রচারেও এটিতে প্রচারিত হয়, কিন্তু এগুলির মধ্যে বেশিরভাগের আইআরআইবি টিভি২ এর যৌবন আনুষ্ঠানিক ব্লকে প্রথম প্রচার হয়। আইআরআইবি টিভি৩ এগুলোর সম্প্রচারের অধিকারের সাথে অসংখ্য দর্শক পাওয়ার পর্যন্ত চ্যানেলটি প্রধান ক্রীড়া ইভেন্ট সম্প্রচার করেছে।

চ্যানেলটি মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছে সরাসরি টেলিভিশনে জোরপূর্বক স্বীকারোক্তি সম্প্রচার করে।[]

অনুষ্ঠানসমূহ

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]