ভারতীয় চলচ্চিত্রেআইটেম নম্বর বা আইটেম গান হলো চলচ্চিত্রে প্রদর্শিত একটি সঙ্গীতের ধরন, যা চলচ্চিত্রের পটভূমির সাথে প্রাসঙ্গিক হতে পারে বা চলচ্চিত্রে নাও থাকতে পারে। এই শব্দটি দ্বারা সাধারণত ভারতীয় চলচ্চিত্রে (হিন্দি, তেলুগু, তামিল, মালয়ালম, কন্নড়, পাঞ্জাবী, এবং বাংলা চলচ্চিত্র) প্রদর্শিত চিত্তাকর্ষক, প্রফুল্ল তালের, প্রায়শই যৌন ইঙ্গিতপূ্র্ণ মুদ্রা সংবলিত নাচ বোঝানো হয়ে থাকে।[১] চলচ্চিত্রে আইটেম নম্বরের মূল লক্ষ্য হলো দর্শকদের বিনোদন দেওয়া এবং তা ট্রেলারে প্রদর্শন করে চলচ্চিত্রটির বিপণনযোগ্যতা বৃদ্ধি করা।[২][৩][৪]
অভিনেত্রী, গায়ক বা নৃত্যশিল্পী, কিংবা বিশেষ কেও যিনি আইটেম নম্বরে অভিনয় করেন, তিনি আইটেম গার্ল (কিংবা আইটেম বয়) হিসেবে পরিচিতি পেয়ে থাকেন।[২] তবে বর্তমান সময়ে চলচ্চিত্রে নারীরা সাধারণত পুরুষদের তুলনায় আইটেম নম্বরে অধিক প্রদর্শিত হয়ে থাকেন৷[৫][৬]
মুম্বইয়েআইটেম শব্দটি দ্বারা আবেদনময়ী নারী বুঝানো হয়।[৩][৭]
↑Bhattacharya Mehta, Rini; Rajeshwari Pandharipande (২০১০)। Bollywood and Globalization: Indian Popular Cinema, Nation, and Diaspora। Anthem Press। পৃষ্ঠা 42। আইএসবিএন1-84331-833-4।
↑Gera Roy, Anjali। "The Body of New Asian Dance Music"। SSRN। এসএসআরএন1471101।
↑Towheed Feroze (২৯ সেপ্টেম্বর ২০১৪)। "Hypocrisy of the reel and the real"। Dhaka Tribune। ৯ জানুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ মে ২০১৫।