আইট্যাক সাসমজ | |
---|---|
জন্ম | |
পেশা | অভিনেতা |
কর্মজীবন | ২০১৭–বর্তমান |
উচ্চতা | 187 |
আত্মীয় | ইসমাইল এগে সাসমজ(ভাই) |
আইট্যাক সাসমজ (জন্ম: ৪ আগস্ট ১৯৯৪) একজন তুর্কি অভিনেতা।[১]
তার জন্ম মানিসায়। তার ভাই ইসমাইল এগে সাসমজও একজন অভিনেতা। [২] অভিনয়ের উপর পাঠ গ্রহণের পর ২০১৩ সালে তিনি টোলগা সরিতাজ এবং আফরা সারাকোগলু এর সাথে কোতো চোচুক সিনেমায় অভিনয় করেন। এই চলচ্চিত্রের মাধ্যমে তিনি বড় পর্দায় আত্মপ্রকাশ করেন। ২০১৭ সালে তিনি টিভি ধারাবাহিক স্যাজে অভিনয় করেন। এরপর তিনি [৩] আমেরিকান ধারাবাহিক হাউজ এর রূপান্তর হেকিমোগলুতে অভিনয় দিয়ে আরও খ্যাতি অর্জন করেন। [৪]
টেলিভিশন | ||||
---|---|---|---|---|
বছর | শিরোনাম | ভূমিকা | মন্তব্য | সূত্র |
২০১৭–২০১৯ | স্যাজ | ফেইজুল্লাহ আলতাপারমাক | পার্শ্ব চরিত্র | |
২০১৯–২০২১ | হেকিমোগলু | এমরে একার | প্রধান ভূমিকা | [৫] |
২০২১ | বাহত ওনু | বোরা | প্রধান চরিত্র |
চলচ্চিত্র | ||||
---|---|---|---|---|
বছর | শিরোনাম | ভূমিকা | মন্তব্য | সূত্র |
২০১৭ | কেতা ওকুক | পার্শ্ব চরিত্র | ||
২০১৯ | আশক তেসাদুফ্লেরি সেভের ২ | ডের জুঙ্গা নিকো | প্রধান ভূমিকা | [৬] |