ক্যাফ | |
---|---|
![]() | |
প্রতিষ্ঠিত | ১৯৬০[১] |
সদর দপ্তর | আবিজান, কোত দিভোয়ার |
ফিফা অধিভুক্তি | ১৯৬৪[১] |
ক্যাফ অধিভুক্তি | ১৯৬৫ |
সভাপতি | ![]() |
সহ-সভাপতি | ![]() |
ওয়েবসাইট | www |
আইভোরীয় ফুটবল ফেডারেশন (ফরাসি: Fédération Ivoirienne de Football, ইংরেজি: Ivorian Football Federation; এছাড়াও সংক্ষেপে এফআইএফ নামে পরিচিত) হচ্ছে কোত দিভোয়ারের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ৪ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি প্রতিষ্ঠার ৫ বছর পর ১৯৬৫ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা ক্যাফের সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর কোত দিভোয়ারের বৃহত্তম শহর আবিজানে অবস্থিত।
এই সংস্থাটি কোত দিভোয়ারের পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে লীগ ১, লীগ ২ এবং কোত দিভোয়ার কাপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে আইভোরীয় ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন আউগুস্তিন সিদি দিয়ালো এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন এতিয়াসে সাম।
অবস্থান | নাম |
---|---|
সভাপতি | আউগুস্তিন সিদি দিয়ালো |
সহ-সভাপতি | সরি দিয়াবাতে |
সাধারণ সম্পাদক | এতিয়াসে সাম |
কোষাধ্যক্ষ | পাস্কাল আবিনান |
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক | বের্তে আদু |
প্রযুক্তিগত পরিচালক | তিয়েগবে কোনে |
ফুটসাল সমন্বয়কারী | দোরে উইলিয়ামস |
জাতীয় দলের কোচ (পুরুষ) | পাত্রিস বমেলে |
জাতীয় দলের কোচ (নারী) | ক্লেমঁতিন তুরে |
রেফারি সমন্বয়কারী | নুমান্দিয়েজ দুয়ে |