আইয়ুবীয় রাজবংশের পরিবারবৃক্ষ।
আইয়ুবীয় রাজবংশ ১২, ১৩ এবং ১৪ শতকে মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার অনেক অংশ শাসন করেছিল। নিম্নে কাউন্টি/প্রদেশ অনুসারে আইয়ুবীয় শাসকদের তালিকা প্রদত্ত হল ।
সালাহউদ্দিন , আইয়ুবের পুত্র, ১১৭৪-১১৯৩
আজিজ উসমান , সালাহুদ্দিনের পুত্র, ১১৯৩-১১৯৮
মানসুর নাসিরুদ্দীন মুহাম্মাদ , আজিজ উসমানের পুত্র, ১১৯৮-১২০০
আদিল সাইফুদ্দিন আবু বকর প্রথম (আদিল প্রথম), সালাহুদ্দিনের ভাই, ১২০০-১২১৮
কামিল , প্রথম আদিলের পুত্র, ১২১৮-১২৩৮
আদিল সাইফুদ্দিন আবু বকর দ্বিতীয় , কামিলের পুত্র, ১২৩৮-১২৪০
সালিহ আইয়ুব , কামিলের পুত্র, ১২৪০-১২৪৯
মুয়াযযাম তুরানশাহ , সালিহ আইয়ুবের পুত্র, ১২৪৯-১২৫০
আশরাফ মুসা , সালাহুদ্দিনের বংশধর (নামমাত্র শাসন, মামলুক সুলতান আইবাকের অধীনে,) ১২৫০-১২৫৪।
মামলুক সালতানাত দ্বারা মিশরে ক্ষমতাচ্যুত, সালিহ আইয়ুবের বিধবা শাজারাতুদ দুর এবং তারপর আইবাক, ১২৫৪ সালে শাসন করেছিলেন।
সালাহুদ্দিন , ১১৭৪-১১৯৩
আফযাল , সালাহুদ্দিনের পুত্র, ১১৯৩-১১৯৬
প্রথম আদিল , সালাহুদ্দিনের ভাই, ১১৯৬-১২১৮
মুয়াযযাম (শারফুদ্দিন) ঈসা , প্রথম আদিলের পুত্র, ১২১৮-১২২৭
নাসির দাউদ , মুয়াযযাম ঈসার পুত্র, ১২২৭-১২২৯
আশরাফ মুসা , আদিল প্রথমের পুত্র, ১২২৯-১২৩৭
সালিহ ইসমাইল , আদিল প্রথমের পুত্র, ১২৩৭-১২৩৮
কামিল , আদিল প্রথমের পুত্র, ১২৩৮
আদিল সাইফুদ্দিন আবু বকর (দ্বিতীয় আদিল), কামিলের পুত্র, ১২৩৮-১২৩৯
সালিহ আইয়ুব , আদিল প্রথমের পুত্র, ১২৩৯
সালিহ ইসমাইল (দ্বিতীয় শাসন), ১২৩৯-১২৪৫
সালিহ আইয়ুব (দ্বিতীয় শাসন), ১২৪৫-১২৪৯
মুয়াযযাম তুরানশাহ , সালিহ আইয়ুবের পুত্র, ১২৪৯-১২৫০
নাসির ইউসুফ , আজিজ মুহাম্মদের পুত্র, ১২৫০-১২৬০।
মঙ্গোলদের দখল এবং এরপর ১২৬০ সালের আইন জালুতের যুদ্ধের পর মামলুকদের শাসন।
মঙ্গোলদের দখল এবং এরপর ১২৬০ সালের আইন জালুতের যুদ্ধের পর মামলুকদের শাসন।
শামসুদ্দিন মুহাম্মাদ ইবন মুকাদ্দাম (আইয়ুবীয় নন, দামেস্কের প্রাক্তন গভর্নর), সালাহুদ্দিন কর্তৃক নিযুক্ত, ১১৭৫-১১৭৮
তুরানশাহ , সালাহুদ্দিনের ভাই, ১১৭৮-১১৭৯
ফররুখ শাহ , সালাহুদ্দিনের ভাতিজা, ১১৭৯-১১৮২
বাহরাম শাহ , ফররুখ শাহের পুত্র, ১১৮২-১২৩০
আশরাফ মুসা , প্রথম আদিলের পুত্র, ১২৩০-১২৩৭
সালিহ ইসমাইল , আশরাফ মুসার ভাই, ১২৩৭-১২৪৬
সাদুদ্দিন হুমাইদি (আইয়ুবীয় নন, সালিহ আইয়ুব কর্তৃক নিযুক্ত), ১২৪৬-১২৪৯
মুয়াযযাম তুরানশাহ , সালিহ আইয়ুবের পুত্র, ১২৪৯-১২৫০
নাসির ইউসুফ , আলেপ্পো এবং দামেস্কের সুলতান হিসাবে, আজিজ মুহাম্মদের পুত্র, ১২৫০-১২৬০।
মঙ্গোলদের দখল এবং এরপর ১২৬০ সালের আইন জালুতের যুদ্ধের পর মামলুকদের শাসন।
প্রথম মুযাফফর উমর , (সালাহুদ্দিনের ভাই) নুরুদ্দিন শাহানশাহের পুত্র, ১১৭৮-১১৯১
প্রথম মানসুর মুহাম্মাদ , মুযাফফর উমরের পুত্র, ১১৯১-১২২১
নাসির কিলিজ আরসালান , মানসুর মুহাম্মাদের পুত্র, ১২২১-১২২৯
দ্বিতীয় মুযাফফর মাহমুদ , মানসুর মুহাম্মাদের পুত্র, ১২২৯-১২৪৪
দ্বিতীয় মানসুর মুহাম্মাদ , দ্বিতীয় মুযাফফর মাহমুদের পুত্র, ১২৪৪-১২৮৪ [১২৬০ সালের পর থেকে মামলুক সুলতানদের সামন্ত]
তৃতীয় মুযাফফর মাহমুদ , দ্বিতীয় মানসুর মুহাম্মাদের পুত্র, ১২৮৪-১২৯৯
[মামলুক সুলতান নাসির মুহাম্মাদের আমিরদের দ্বারা শাসিত, ১২৯৯-১৩১০]
আবুলফিদা , (মানসুর দ্বিতীয় মুহাম্মাদের ভাই) মালিকুল আফযালের পুত্র, ১৩১০-১৩৩২
আফযাল মুহাম্মাদ , আবুল ফিদার পুত্র, ১৩৩২-১৩৪১।
১৩৪১ সালে মামলুক সালতানাতের আনুষ্ঠানিক দখল।
মুহাম্মাদ বিন শিরকুহ , (সালাহুদ্দিনের চাচা) শিরকুহের পুত্র , ১১৭৮-১১৮৬
মুজাহিদ শিরকুহ , মুহাম্মাদ বিন শিরকুহের পুত্র, ১১৮৬-১২৪০
মানসুর ইবরাহিম , মুজাহিদ শিরকুহের পুত্র, ১২৪০-১২৪৬
আশরাফ মুসা , মানসুর ইবরাহিমের পুত্র, ১২৪৬-১২৪৮ (হিমস ), ১২৪৮-১২৬০ (তেলুল বাশির)
নাসির ইউসুফ , আলেপ্পো এবং দামেস্কের সুলতান হিসাবে, আজিজ মুহাম্মদের পুত্র, ১২৫০-১২৬০
আশরাফ মুসা (দ্বিতীয় শাসন), ১২৬০-১২৬৩।
১২৬৩ সাল থেকে মিশর ও সিরিয়ার সুলতান বাইবার্স কর্তৃক নিযুক্ত আলমুদ্দিন সানজার বাশকিরদির অধীনে মামলুকদের দ্বারা সরাসরি শাসন করা হয়।
সালিহ আইয়ুব , কামিলের পুত্র, ১২৩২-১২৩৯
মুয়াযযাম তুরানশাহ , সালিহ আইয়ুবের পুত্র, ১২৩৯-১২৪৯
মুওয়াহিদ তাকিয়া আদ-দ্বীন আবদুল্লাহ, মুয়াযযাম তুরানশাহের পুত্র, ১২৪৯-১২৯৪
কামিল আহমদ প্রথম, ১২৯৪-১৩২৫
আদিল মুজিরুদ্দিন মুহাম্মাদ, ১৩২৫-১৩২৮
আদিল শাহাবুদ্দিন, ১৩২৮-১৩৪৯ (মেইনেকে এই শাসককে আদিল গাজী, ১৩৪১-১৩৬৭ হিসাবে দিয়েছেন)
প্রথম সালিহ আবু বকর খলিল, ১৩৪৯-১৩৭৮
আদিল ফখরুদ্দিন সুলায়মান প্রথম, ১৩৭৮-১৪৩২ (মেইনেকে এই শাসককে আদিল সুলাইমান, ১৩৭৭-১৪২৪ হিসাবে দেন)
আশরাফ শরফুদ্দিন, ১৪৩২-১৪৩৩
সালিহ সালাহুদ্দিন, ১৪৩৩-১৪৫২
কামিল আহমদ দ্বিতীয়, ১৪৫২-১৪৫৫
আদিল খলিফ, ১৪৫৫-১৪৬২
সালিহ খলিল দ্বিতীয়, ১৪৮২-১৫১১
আদিল সুলায়মান দ্বিতীয়, ১৫১১-১৫১৪
সালিহ খলিল দ্বিতীয় (দ্বিতীয়বার), ১৫১৪-১৫২০
মালিক হোসেন, ১৫২০-১৫২১
আদিল সুলায়মান দ্বিতীয় (দ্বিতীয়বার), ১৫২১-১৫২৪।
১৫২৪ সালে উসমানীয় সাম্রাজ্যের অধিগ্রহণ।
১২৬৩ সালে মিশর ও সিরিয়ার সুলতান বাইবার্সের অধীনে মামলুকদের দ্বারা দখল।
সালাহুদ্দিন , ১১৮৫-১১৯৩
আদিল প্রথম , সালাহুদ্দিনের ভাই, ১১৯৩-১২০০
আওহাদ আইয়ুব , আদিল প্রথমের পুত্র, ১২০০-১২১০
আশরাফ মুসা , আদিল প্রথমের পুত্র, ১২১০-১২২০
মুজাফফর গাজী , আদিল প্রথমের পুত্র, ১২২০-১২৪৪
কামিল (দ্বিতীয়) মুহাম্মদ, মুজাফফর গাজীর পুত্র, ১২৪৪-১২৬০।
১২৬০ সালে মঙ্গোলদের দ্বারা নেওয়া।
তুরান-শাহ , সালাহুদ্দিনের ভাই, ১১৭৩-১১৮১
তুগতাকিন ইবনে আইয়ুব , সালাহুদ্দিনের ভাই, ১১৮১-১১৯৭
মুইজ ফাতহ উদ্দিন ইসমাঈল, তুগতাকিন ইবনে আইয়ুবের পুত্র, ১১৯৭-১২০২
নাসির মুহাম্মদ ইবনে তুগতাকিন ইবনে আইয়ুব, তুগতাকিন ইবনে আইয়ুবের পুত্র, ১২০২-১২১৪
মুজাফফর সুলায়মান, মনসুর প্রথম মুহাম্মদের পুত্র, ১২১৪-১২১৫
মাসুদ ইউসুফ, কামিলের পুত্র, ১২১৫-১২২৯।
১২২৯ সালে ইয়েমেনের রাসুলিদ রাজবংশ কর্তৃক দখল।
আজিজ 'উসমান, আদিল প্রথমের পুত্র ১২১৮-১২৩২।
জাহির গাজী, আজিজ উসমানের পুত্র ১২৩২-১২৩২।
সাঈদ হাসান, আজিজ উসমানের পুত্র ১২৩২-১২৪৭।
সালিহ আইয়ুব , কামিলের পুত্র (মিশরের নির্ভরতা) ১২৪৭-১২৪৯।
নাসির ইউসুফ , আজিজ মুহাম্মদের পুত্র (দামাস্কাসের নির্ভরতা) ১২৫০-? .
সাঈদ হাসান খ. আজিজ (দ্বিতীয় রাজত্ব; মৃত্যু ৬৫৮) ১২৬০-১২৬০।
Bosworth, C.E. (১৯৯৬)। The New Islamic Dynasties: A Chronological and Genealogical Manual । Columbia University Press, pp. 70-75।
Humphreys, R.S. (১৯৭৭)। From Saladin to the Mongols: The Ayyubids of Damascus, 1193-1260 । New York: SUNY press। পৃষ্ঠা 381–386। আইএসবিএন 0-87395-263-4 ।
Lane-Poole, Stanley (১৮৯৪), "Ayyūbids" , The Mohammadan Dynasties: Chronological and Genealogical Tables with Historical Introductions , Westminster: Archibald Constable and Company, পৃষ্ঠা 74–79, ওসিএলসি 1199708
Meinecke, Michael (১৯৯৬), "3. Hasankeyf/Ḥiṣn Kaifā on the Tigris: A Regional Center on the Crossroad of Foreign Influences" , Patterns of Stylistic Changes in Islamic Architecture: Local Traditions Versus Migrating Artists , New York University Press