পর্যবেক্ষণ তথ্য ইপক জে২০০০.০ বিষুব জে২০০০.০ (আইসিআরএস) | |
---|---|
তারামণ্ডল | নর্মা |
বিষুবাংশ | ১৬ঘ ০৩মি ৩২.০৮৯৪২সে[১] |
বিষুবলম্ব | −৫৭° ৪৬′ ৩০.২৬৪১″[১] |
আপাত মান (V) | ৪.৬৯ (৫.২০ + ৫.৭৬ + ৮.১)[২] |
বৈশিষ্ট্যসমূহ | |
বর্ণালীর ধরন | এ৭ চার[৩] (এ৪ পাঁচ + এ৬ পাঁচ)[৪] |
জ্যোতির্মিতি | |
অরীয় বেগ (Rv) | −১৪.৪±৩.৭[৫] কি.মি./সে. |
যথার্থ গতি (μ) | বি.বাং.: −১২০.০১[১] mas/yr বি.ল.: −৮২.০৯[১] mas/yr |
লম্বন (π) | ২৫.৩৯ ± ১.২৫[১] mas |
দূরত্ব | ১২৮ ± ৬ ly (৩৯ ± ২ pc) |
Orbit[৬] | |
Period (P) | ২৬.৮৪±০.০৯ yr |
Semi-major axis (a) | ০.৩২৮±০.০০৬″ |
Eccentricity (e) | ০.৫১৫±০.০১২ |
Inclination (i) | ১৬৮.৭±৯.৯° |
Longitude of the node (Ω) | ৪২.০±৪৩.২° |
Periastron epoch (T) | ১৯৯০.৮৭±০.২১ |
Argument of periastron (ω) (secondary) | ৩২০.০±৪৪.১° |
বিবরণ | |
ι১ নর এ | |
ভর | ১.৯৪[৭] M☉ |
ভূপৃষ্ঠের অভিকর্ষ (log g) | ৪.২৫[৮] |
তাপমাত্রা | ৭,৮৪২±২৬৭[৮] K |
বয়স | ৭৩১[৮] Myr |
ι১ নর বি | |
ভর | ১.৬৫[৭] M☉ |
অন্যান্য বিবরণ | |
ডাটাবেস তথ্যসূত্র | |
এসআইএমবিএডি | ডাটা |
আইয়োটা১ নর্মি (ইংরেজি: Iota1 Normae; ι1 Normae থেকে লাতিনকৃত) হল দক্ষিণ আকাশের নর্মা তারামণ্ডলের একটি ত্রি-নক্ষত্র জগৎ।[২] এই নক্ষত্র জগৎটির সম্মিলিত আপাত মান ৪.৬৯[২] হওয়ায় এটিকে খালি চোখে অস্পষ্টভাবে দেখা যায়। পৃথিবী থেকে দৃষ্ট ২৫.৩৯ মিলিআর্কসেকেন্ড বার্ষিক লম্বন দৃষ্টিভ্রম-জনিত স্থান-পরিবর্তনের ভিত্তিতে[১] সূর্য থেকে এই নক্ষত্র জগৎটির দূরত্ব নির্ধারিত হয়েছে প্রায় ১২৮ আলোকবর্ষ। এই দূরত্বে আন্তঃনাক্ষত্রিক ধূলিকণার জন্য এই তারাগুলির দৃশ্যগত আপাত মান ০.০৬২ নির্বাপণ ফ্যাক্টরে হ্রাস পায়।[৩]
অভ্যন্তরীণ নক্ষত্র-জোড়টি পরস্পরকে ২৬.৮ বছরের পর্যায়ে, ০.৩৩ আর্ক সেকেন্ড প্রায়-পরাক্ষে এবং ০.৫১৫ উৎকেন্দ্রতায় একে অপরকে প্রদক্ষিণ করে চলেছে। এগুলি এ৭ চার মিশ্র নাক্ষত্রিক শ্রেণির অন্তর্গত, যা একটি সাদা-বর্ণযুক্ত এ-শ্রেণির উপদানব তারার অনুরূপ। দু’টি তারাই প্রকৃত এ-শ্রেণির প্রধান-পর্যায়ভুক্ত তারা। নক্ষত্র-জোড়ের মধ্যে উজ্জ্বলতর তারাটিকে উপাদান এ নামে অভিহিত করা হয়। এ৪ পাঁচ বর্ণালিগত শ্রেণির[৪] এই তারাটিই উজ্জ্বলতর তারা, যার আপাত মান ৫.২০।[২] অন্যদিকে এর সঙ্গী তারা উপাদান বি-এর আপাত মান ৫.৭৬।[২] এটি এ৬ পাঁচ বর্ণালিগত শ্রেণির অন্তর্গত।[৪] তারা দু’টির ভর সূর্যের ভর অপেক্ষা যথাক্রমে ১.৯৪ ও ১.৬৫ গুণ বেশি।[৩] তৃতীয় সদস্য উপাদান সি নামাঙ্কিত তারাটির আপাত মান ৮.১।[২] এটির ভর সূর্যের অপেক্ষা ০.৮৮ গুণ বেশি।[৭] অন্যান্য সদস্যদের থেকে এটি ১০.৮ আর্ক সেকেন্ড কৌণিক পার্থক্যে অবস্থিত।