আইয়োসে পেরেস

আইয়োসে পেরেস
২০১৫ সালে নিউক্যাসেল ইউনাইটেডের হয়ে পেরেস
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম আইয়োসে পেরেস গুতিয়েরেস[]
জন্ম (1993-07-29) ২৯ জুলাই ১৯৯৩ (বয়স ৩১)
জন্ম স্থান সান্তা ক্রুস দে তেনেরিফে, স্পেন
উচ্চতা ১.৭৮ মিটার (৫ ফুট ১০ ইঞ্চি)[]
মাঠে অবস্থান আক্রমণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
রিয়াল বেতিস
জার্সি নম্বর ১০
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১২:২৫, ৩ জুন ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

আইয়োসে পেরেস গুতিয়েরেস (স্পেনীয়: Ayoze Pérez; জন্ম: ২৯ জুলাই ১৯৯৩; আইয়োসে পেরেস নামে সুপরিচিত) হলেন একজন স্পেনীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে স্পেনীয় ক্লাব রিয়াল বেতিসের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় অথবা দ্বিতীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

২০১৪ সালে, পেরেস স্পেন অনূর্ধ্ব-২১ দলের হয়ে স্পেনের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

আইয়োসে পেরেস গুতিয়েরেস ১৯৯৩ সালের ২৯শে জুলাই তারিখে স্পেনের সান্তা ক্রুস দে তেনেরিফেতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

[সম্পাদনা]

পেরেস স্পেন অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে স্পেনের প্রতিনিধিত্ব করেছেন। ২০১৪ সালের ৪ঠা সেপ্টেম্বর তারিখে তিনি হাঙ্গেরি অনূর্ধ্ব-২১ দলের বিরুদ্ধে ম্যাচে স্পেন অনূর্ধ্ব-২১ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন।[][][] স্পেনের বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ১ বছরে ২ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Premier League clubs publish 2019/20 retained lists"। Premier League। ২৬ জুন ২০২০। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০২০ 
  2. "Ayoze Pérez"। Leicester City F.C.। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০২২ 
  3. "Hungary U21 - Spain U21, Sep 4, 2014 - UEFA European Under-21 Championship Qualifying - Match sheet"www.transfermarkt.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-১১ 
  4. King, Dan (২৯ আগস্ট ২০১৪)। "Ayoze's Spanish Selection"। Newcastle United F.C.। সংগ্রহের তারিখ ২৯ আগস্ট ২০১৪ 
  5. Watson-Broughton, Matthew (৪ সেপ্টেম্বর ২০১৪)। "Ñíguez fires Spain to Hungary success"। UEFA। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০১৪ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]