আইল অফ ম্যান ফুটবল অ্যাসোসিয়েশন

আইল অফ ম্যান ফুটবল অ্যাসোসিয়েশন
প্রতিষ্ঠিত১২ ফেব্রুয়ারি ১৮৯০; ১৩৪ বছর আগে (1890-02-12)[]
সদর দপ্তরডগলাস, আইল অফ ম্যান[]
সভাপতিআইল অব ম্যান এ. সি. মেফাম
সহ-সভাপতি
  • আইল অব ম্যান এস. এ. কার্টার
  • আইল অব ম্যান এস. গ্রিটন
ওয়েবসাইটwww.isleofmanfa.com

আইল অফ ম্যান ফুটবল অ্যাসোসিয়েশন (ইংরেজি: Isle of Man Football Association; এছাড়াও আইল অফ ম্যান এফএ সংক্ষেপে আইওএমএফএ নামে পরিচিত) হচ্ছে আইল অফ ম্যানের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৮৯০ সালের ১২ই ফেব্রুয়ারি তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। যদিও, মুকুট নির্ভর অঞ্চল হিসেবে আইল অফ ম্যান যুক্তরাজ্যের অংশ নয়, তবে এই সংস্থাটি স্থানীয় দ্য ফুটবল অ্যাসোসিয়েশনের সাথে সংযুক্ত রয়েছে এবং কাউন্টি ফুটবল সংস্থা হিসেবে কাজ করে।[] এই সংস্থার সদর দপ্তর আইল অফ ম্যানের রাজধানী ডগলাসে অবস্থিত।

এই সংস্থাটি আইল অফ ম্যানের আইল অফ ম্যান জাতীয় দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে আইল অফ ম্যান ফুটবল লীগের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে আইল অফ ম্যান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন এ. সি. মেফাম।

কর্মকর্তা

[সম্পাদনা]
৩ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[]
অবস্থান নাম
সভাপতি এ. সি. মেফাম
সহ-সভাপতি এস. এ. কার্টার
এস. গ্রিটন
প্রধান নির্বাহী ফ্রাঙ্ক স্টেনেট
ফুটবল পরিষেবা কর্মকর্তা কেভান মাইটল্যান্ড
রেফারি উন্নয়ন কর্মকর্তা
জ্যেষ্ঠ ফুটবল বিকাশ কর্মকর্তা লুইস কুয়ালটোরো
নারী ও বালিকা উন্নয়ন কর্মকর্তা সিমন এলসন
মনোনীত সুরক্ষা কর্মকর্তা স্টিভ গোল্ডস্মিথ

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "History of the isle of man football association"isleofmanfa.com। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০২০ 
  2. "Get In Touch"isleofmanfa.com। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০২০ 
  3. "County FA contact details"The Football Association। ২০০৬-০৩-০৯। ২০০৭-১০-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৯-১৯ 
  4. "Board and Staff"isleofmanfa.com। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০২০ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]

টেমপ্লেট:কাউন্টি ফুটবল সংস্থা