আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ | |
---|---|
![]() আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের প্রতীক | |
ব্যবস্থাপক | আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) |
খেলার ধরন | টেস্ট ক্রিকেট |
প্রথম টুর্নামেন্ট | ২০১৯-২১ |
শেষ টুর্নামেন্ট | ২০২১–২৩ |
পরবর্তী টুর্নামেন্ট | ২০২৩–২৫ |
প্রতিযোগিতার ধরন | লিগ ও ফাইনাল |
দলের সংখ্যা | ৯ (বর্তমানে) |
বর্তমান চ্যাম্পিয়ন | ![]() |
সর্বাধিক সফল | ![]() ![]() |
সর্বাধিক রান | ![]() |
সর্বাধিক উইকেট | ![]() |
![]() |
টুর্নামেন্টসমূহ | |
---|---|
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ইংরেজি: ICC World Test Championship) বা সংক্ষেপে ICC WTC আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল কর্তৃপক্ষের উদ্যোগে প্রস্তাবিত টেস্ট ক্রিকেটভূক্ত দেশগুলোর প্রধান প্রতিযোগিতা। এটি আগামী ২০১৯ সালে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে। প্রকৃতপক্ষে প্রতিযোগিতাটি ২০১৩ সালে অনুষ্ঠিত হবার কথা ছিল। কিন্তু অর্থনৈতিক সীমাবদ্ধতাজনিত কারণে স্থগিত রাখা হয়। একদিনের আন্তর্জাতিক প্রতিযোগিতা হিসেবে এটি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি’র স্থান দখল করবে। এছাড়াও, দ্বিতীয় টেস্ট চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতাটি ফেব্রুয়ারি-মার্চ, ২০২১ সালে আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বেশ কিছু বছর ধরে ক্রিকেট বিশ্বকাপ, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, আইসিসি বিশ্ব টুয়েন্টি২০ এবং আইসিসি ইন্টারকন্টিনেন্টাল কাপের আদলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল টেস্ট চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা আয়োজন করার চিন্তা করছিল।
আইসিসি প্রধান নির্বাহী হারুন লরগাত প্রতি চার বছর পর পর সেরা চারটি ক্রিকেট দলকে নিয়ে সেমি-ফাইনাল এবং ফাইনাল খেলা আয়োজনের প্রস্তাবনা দিয়েছেন। খেলাধূলার সময়সীমা সবচেয়ে বড় আকারের হওয়ায় এ ধরনের ব্যবস্থা রাখা হয়। ২০১৩ সালে এই প্রতিযোগিতাটি ইংল্যান্ডে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবার কথা ছিল।[১][২] কিন্তু খেলা সম্প্রচারকারী অংশীদার - ইএসপিএন স্টার স্পোর্টস কর্তৃপক্ষের সহযোগিতা না পাবার ফলে তা বিলম্বিত হয়। মূলতঃ চ্যাম্পিয়ন্স ট্রফিতে অধিকতর মুনাফা অর্জনই এর প্রধান কারণ। অবশেষে আইসিসি ঘোষণা করে যে উদ্বোধনী আসরটি ২০১৭ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে।[৩]
পরবর্তীকালে এই প্রতিযোগিতাটি ২০১৯ সালে অনুষ্ঠিত হয় ও ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হয়। ২০১৯ থেকে ২০২১ পর্যন্ত প্রথম আসর বসেছিল। প্রতিটি টেস্ট সিরিজকে লিগ ম্যাচ হিসেবে ধরে পয়েন্ট প্রদান করা হত। লিগ টেবিলে প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারী দল ভারত ও নিউজিল্যান্ড ফাইনাল ম্যাচে অংশ নেয়। ফাইনালে নিউজিল্যান্ড, ভারতকে হারিয়ে প্রথমবারের জন্য চ্যাম্পিয়ন হয়।
সাল | স্বাগতিক দেশ | চূড়ান্ত খেলার মাঠ | চূড়ান্ত খেলা | দলসংখ্যা | ||||
---|---|---|---|---|---|---|---|---|
বিজয়ী | ফলাফল | রানার-আপ | ফাইনালের সেরা খেলোয়াড় | তথ্যসূত্র | ||||
২০১৯-২১ | বিভিন্ন | ![]() সাউদাম্পটন, ইংল্যান্ড |
![]() |
৮ উইকেটে জয়ী স্কোরকার্ড |
![]() |
![]() |
[৪][৫][৬] | ৯ |
২০২১-২৩ | বিভিন্ন | ![]() লন্ডন, ইংল্যান্ড |
![]() |
অস্ট্রেলিয়া ২০৯ রানে জয়ী স্কোরকার্ড |
![]() |
![]() |
[৭][৮][৯] | ৯ |
২০২৩-২৫ | বিভিন্ন | ![]() লর্ডস, লন্ডন, ইংল্যান্ড |
নির্ধারিত হয়নি | ৯ |
বছর ও আয়োজক→ দল↓ |
২০১৯-২১ | ২০২১-২৩ | ২০২৩-২৫ | আবির্ভাব |
---|---|---|---|---|
বিভিন্ন | বিভিন্ন | বিভিন্ন | ||
![]() |
তৃতীয় | প্রথম | ? | ২ |
![]() |
নবম | নবম | সপ্তম | ২ |
![]() |
দ্বিতীয় | দ্বিতীয় | তৃতীয় | ২ |
![]() |
ষষ্ঠ | সপ্তম | নবম | ২ |
![]() |
অষ্টম | অষ্টম | অষ্টম | ২ |
![]() |
প্রথম | ষষ্ঠ | চতুর্থ | ২ |
![]() |
সপ্তম | পঞ্চম | ষষ্ঠ | ২ |
![]() |
চতুর্থ | চতুর্থ | পঞ্চম | ২ |
![]() |
পঞ্চম | তৃতীয় | ? | ২ |
![]() |
খেলেনি | ০ | ||
![]() |
০ | |||
![]() |
০ |
বিভাগ | রেকর্ডকারী খেলোয়াড়/দল | রেকর্ড |
---|---|---|
সর্বাধিক রান | ![]() |
২২২৪[১০] |
সর্বাধিক গড় রান (কমপক্ষে ১০ ইনিংস) | ![]() |
৭২.৮২[১১] |
সর্বাধিক নিজস্ব স্কোর | ![]() ![]() |
৩৩৫* (২০১৯–২১)[১২] |
একক টুর্নামেন্টে সর্বাধিক রান | ![]() |
১৬৭৫ (২০১৯–২১) |
সর্বাধিক শতরান | ![]() |
৬[১৩] |
একক টুর্নামেন্টে সর্বাধিক শতরান | ![]() |
৫ (২০১৯–২১) |
সর্বাধিক স্কোর (দল) | ![]() ![]() |
৬৫৯/৬ ডি. (২০১৯–২১)[১৪] |
সর্বনিম্ন স্কোর (দল) | ![]() ![]() |
৩৬ (২০১৯–২১)[১৫] |
বিভাগ | রেকর্ডকারী খেলোয়াড়/দল | রেকর্ড |
---|---|---|
সর্বাধিক উইকেট | ![]() |
৭১ |
সর্বনিম্ন গড় | ![]() |
১২.৫৩ |
এক ইনিংসে সেরা বোলিং ফিগার | ![]() ![]() |
৭/৩৭ (২০১৯-২১) |
এক ম্যাচে সেরা বোলিং ফিগার | ![]() ![]() |
১১/৭০ (২০১৯-২১) |
একক টুর্নামেন্টে সর্বাধিক উইকেট | ![]() |
৭১ (২০১৯-২১) |