আকাশমণি | |
---|---|
![]() | |
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস ![]() | |
জগৎ/রাজ্য: | প্লান্টি (Plante) |
গোষ্ঠী: | ট্র্যাকিওফাইট (Tracheophytes) |
ক্লেড: | সপুষ্পক উদ্ভিদ (অ্যাঞ্জিওস্পার্মস) |
ক্লেড: | ইউডিকটস |
গোষ্ঠী: | রোসিদস |
বর্গ: | Fabales |
পরিবার: | Fabaceae |
গোষ্ঠী: | Mimosoideae |
গণ: | Acacia এ.কান. এক্স. বেন্থ. |
প্রজাতি: | A. auriculiformis |
দ্বিপদী নাম | |
Acacia auriculiformis এ.কান. এক্স. বেন্থ. | |
![]() | |
অ্যাস্ট্রালেশীয় ভার্চুয়াল হার্বেরিয়াম থেকে অস্ট্রেলিয়ায় আকাশমণির প্রাপ্যতার মানচিত্র Occurrence data from AVH |
আকাশমণি বা অ্যাকাশিয়া (বৈজ্ঞানিক নাম: Acacia auriculiformis) হচ্ছে ফ্যাবাসি পরিবারের একটি দ্রুত বর্ধনশীল উদ্ভিদ। এটি অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া ও পাপুয়া নিউ গিনির একটি স্থানীয় প্রজাতি।[২] এটি ৩০ মিটার পর্যন্ত লম্বা হতে পারে।[৩] আকাশমণির প্রতি কেজিতে ৪৭,০০০টি বীজ থাকে।[৪]
দ্রুতবৃদ্ধিসম্পন্ন এই বৃক্ষ রাস্তার দুইপার্শ্বে শোভাবর্ধনকারী অ্যাভিনিউ ট্রি হিসেবে লাগানো হয়। কান্তাবর্ণা ঝুলন্ত মঞ্জরির শ্রীতে মুগ্ধ হয়ে রবীন্দ্রনাথ এই গাছের নাম দিয়েছিলেন সোনাঝুরি। সত্যিই সুন্দর এর পুষ্পমঞ্জরি। এই গাছের পাতা অনেকেই দেখেন নাই। এই গাছের যেটাকে আমরা অনেকেই পাতা বলি সেটি আসলে পাতা নয়, এটি মূলত পর্ণবৃন্ত। বোঁটা যখন রূপান্তরিত হয়ে পাতার মত দেখায় তখন তাকে পর্ণবৃন্ত বলা হয়। এই গাছটি যখন চারা অবস্থায় থাকে তখন এর যৌগিক পাতা দেখা যায়। পরবর্তীতে এর পাতা ঝরে যায়। বয়স্ক গাছে শুধু চর্মবৎ পর্ণবৃন্তই দেখা যায়।