হিন্দুধর্ম |
---|
ধারাবাহিকের অংশ |
আখড়া (সংস্কৃত: अखाड़ा) হল ভারতীয় শব্দ যেখানে বোর্ডিং, থাকার ব্যবস্থা ও প্রশিক্ষণের সুবিধা সহ অনুশীলনের জায়গা, উভয় ক্ষেত্রেই ভারতীয় মার্শাল আর্টিস্ট বা গুরু-শিষ্য ঐতিহ্যে ধর্মীয় ত্যাগীদের জন্য সম্প্রদায় মঠ।[১] উদাহরণ স্বরূপ, দশনামি সম্প্রদায়ের প্রেক্ষাপটে, শব্দটি মার্শাল আর্ট ও ত্রিশূল ত্যাগকারী সাধুদের মার্শাল সেনাদলের ধর্মীয় সন্ন্যাসী উভয় দিককেই নির্দেশ করে।[২]
Martial arts akhara
Monastic akhara