আগা খান ট্রাস্ট ফর কালচার (সংক্ষেপে একেটিসি) হলো আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্কের (একেডিএন) অন্তর্ভুক্ত একটি প্রতিষ্ঠান। চতুর্থ আগা খান উন্নয়নশীল বিশ্ব, বিশেষ করে এশিয়া ও আফ্রিকার মানুষের কল্যাণ ও প্রত্যাশার জন্য ভিন্ন ভিন্ন পরিপূরক উদ্দেশ্য পূরণে একেডিএনের প্রতিষ্ঠানগুলো গড়ে তোলেন। বিশ্বের মুসলিম সম্প্রদায়কে শারীরিক, সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিকভাবে পুনরুজ্জীবিতকরণের লক্ষ্যে এই প্রতিষ্ঠানগুলো কাজ করে।[১] আগা খান ট্রাস্ট ফর কালচার ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হয় এবং সুইজারল্যান্ডের জেনেভায় বেসরকারি অসাম্প্রদায়িক মানবহিতৈষী ফাউন্ডেশন হিসেবে নিবন্ধিত হয়।
ট্রাস্ট বিশ্বজুড়ে, বিশেষ করে দক্ষিণ এশিয়ায়, প্রায় ৩৫০টি ঐতিহাসিক স্থাপনা সংস্কার ও পুনরুদ্ধারকাজ করেছে। ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণে বিশেষ অবদানের জন্য ইউনেস্কো ট্রাস্টকে মোট ১৩টি পুরস্কারে ভূষিত করেছে।[৪]
উইকিমিডিয়া কমন্সে আগা খান ট্রাস্ট ফর কালচার সম্পর্কিত মিডিয়া দেখুন।