আগির্রে, ডের ৎসর্ন গটেস | |
---|---|
![]() মূল জার্মান পোস্টার | |
পরিচালক | ভের্নার হের্ৎসগ |
প্রযোজক | ভের্নার হের্ৎসগ হান্স প্রেশার |
রচয়িতা | ভের্নার হের্ৎসগ |
সুরকার | পোপল ফু |
চিত্রগ্রাহক | টোমাস মাউখ |
সম্পাদক | বেয়াটে মাইঙ্কা-ইয়েলিংহাউস |
মুক্তি | ২৯শে ডিসেম্বর, ১৯৭২ |
স্থিতিকাল | ১০০ মিনিট |
দেশ | পশ্চিম জার্মানি |
ভাষা | জার্মান |
নির্মাণব্যয় | ৩৭০,০০০ মার্কিন ডলার |
আগির্রে, ডের ৎসর্ন গটেস[১] (জার্মান: Aguirre, der Zorn Gottes) ১৯৭২ সালে মুক্তিপ্রাপ্ত জার্মান স্বাধীন চলচ্চিত্র। পরিচালনা করেছেন ভের্নার হের্ৎসগ, নাম চরিত্রে অভিনয় করেছেন জার্মান অভিনেতা ক্লাউস কিন্স্কি। সাউন্ডট্র্যাক তৈরি করেছে জার্মানির প্রোগ্রেসিভ ব্যান্ড পোপল ফু। ১৯৭৭ সালে ছবিটি যুক্তরাষ্ট্রে ব্যাপকভাবে মুক্তি পায়। এটা হের্ৎসগের সবচেয়ে জনপ্রিয় চলচ্চিত্রগুলির মধ্যে অন্যতম।