আচার্য বিশ্ববন্ধু | |
---|---|
জন্ম | ১৮৯৭ ভারত |
মৃত্যু | ১৯৭৩ |
পেশা | বৈদিক পণ্ডিত শিক্ষাবিদ লেখক |
পরিচিতির কারণ | বৈদিক শাস্ত্র |
পুরস্কার | পদ্মভূষণ (১৯৬৮) |
আচার্য বিশ্ববন্ধু (১৮৯৭ - ১৯৭৩) ছিলেন একজন ভারতীয় বৈদিক পণ্ডিত, লেখক এবং শিক্ষাবিদ। 'ডিএভি কলেজ ট্রাস্ট এবং ম্যানেজমেন্ট সোসাইটি'র পরিচালনাধীন 'দয়ানন্দ ব্রহ্ম মহাবিদ্যালয়'-এর অধ্যক্ষ ছিলেন তিনি।[১] ১৯০৩ খ্রিস্টাব্দে বিশ্বেশ্বরানন্দ এবং নিত্যানন্দ নামের দুই সন্ন্যাসী দ্বারা প্রতিষ্ঠিত ভারতবিদ্যার প্রতিষ্ঠান বিশ্বেশ্বরানন্দ বিশ্ববন্ধু ইনস্টিটিউট অফ সংস্কৃত অ্যান্ড ইন্ডোলজিক্যাল স্টাডিজে তার অবদানের জন্য তিনি সুপরিচিত ছিলেন।[২]তিনি প্রতিষ্ঠানটির পরিচালক ছিলেন। [৩] চণ্ডীগড়ের ডিএভি কলেজে লালচাঁদ গবেষণা গ্রন্থাগার প্রতিষ্ঠাতেও তিনি উল্লেখযোগ্য ভূমিকা নেন। [৪] তিনি বেদের পাঠ্য ও ভাষার বিভিন্ন দিকসমূহের উপর দুটি গ্রন্থ- 'বৈদিক টেক্সটো-লিঙ্গুইস্টিক স্টাডিজ' এবং একটি বৈদিক শব্দ কোষের সম্পাদক ছিলেন। [৫] ১৯৬৮ খ্রিস্টাব্দে ভারত সরকার ভারতীয় শিক্ষায় বিশেষ অবদান রাখার জন্য তাকে দেশের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মভূষণে ভূষিত করে । [৬]