আজরা জেলা

আজরা জেলা আফগানিস্তানের লগার প্রদেশের একটি জেলা। জেলাটি মূলতঃ পূর্ব অঞ্চলে অবস্থান করছে এবং এটির রাজধানী শহর কাবুল থেকে প্রায় ১৪০ কিলোমিটার দূরে অবস্থিত।[] জেলাটি পাক্তিয়া প্রদেশ থেকে লগার প্রদেশে স্থানান্তরিত করা হয়। কিন্তু জেলাটি ভৌগোলিকভাবে লগার রাজধানী থেকে বিচ্ছিন্ন অঞ্চল হিসেবে পরিচিত। প্রদেশটির প্রধান কৃষি অঞ্চল বলতে হেম্পকে বোঝায়।

তথ্যসূত্র

[সম্পাদনা]