আজা নাচলে | |
---|---|
পরিচালক | অনিল মেহতা |
প্রযোজক | আদিত্য চোপড়া |
রচয়িতা | জয়দীপ সাহনি চরমমাত্রা: পীযূষ মিশ্র |
চিত্রনাট্যকার | জয়দীপ সাহনি |
কাহিনিকার | আদিত্য চোপড়া |
শ্রেষ্ঠাংশে |
|
সুরকার | সেলিম-সুলেমান |
চিত্রগ্রাহক | কে. ইউ. মোহনন |
সম্পাদক | রিতেশ সোনি |
প্রযোজনা কোম্পানি | |
পরিবেশক | সনি পিকচার্স নেটওয়ার্ক ইন্ডিয়া |
মুক্তি |
|
স্থিতিকাল | ১৪৬ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
নির্মাণব্যয় | ₹২৫ কোটি |
আয় | ₹১৪.৮৪ কোটি[১] |
আজা নাচলে আদিত্য চোপড়া প্রযোজিত ও অনিল মেহতা পরিচালিত ২০০৭ সালের হিন্দি ভাষার নৃত্যধর্মী চলচ্চিত্র। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন মাধুরী দীক্ষিত। এটি দেবদাস (২০০২) চলচ্চিত্রে অভিনয়ের পাঁচ বছর পর তার অভিনীত প্রথম চলচ্চিত্র। এছাড়া এই চলচ্চিত্রে অন্যান্য উল্লেখযোগ্য চরিত্রে অভিনয় করেছেন কঙ্কনা সেন শর্মা, জুগল হংসরাজ ও কুণাল কাপুর।
আজা নাচলে ২০০৭ সালের ৩০শে নভেম্বর ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রে মুক্তি পায়।[২] চলচ্চিত্রটি মিশ্র ও নেতিবাচক প্রতিক্রিয়া লাভ করে এবং বক্স অফিস ইন্ডিয়া কর্তৃক ফ্লপ আখ্যায়িত হয়।[১]
৫৩তম ফিল্মফেয়ার পুরস্কার আয়োজনে চলচ্চিত্রটি দুটি বিভাগে মনোনয়ন লাভ করে, সেগুলো হল শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে মাধুরী এবং "আজা নাচলে" গানের জন্য শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী বিভাগে সুনিধি চৌহান।
২০০৭ সালের ১৫ই ফেব্রুয়ারি মুম্বইয়ের ফিল্ম সিটিতে চলচ্চিত্রটির চিত্রগ্রহণ শুরু হয় এবং মার্চ মাসে চিত্রগ্রহণ সমাপ্ত হয়। এই চলচ্চিত্রের মধ্য দিয়ে মাধুরী দীক্ষিত কয়েক বছরের বিরতির পর অভিনয়ের ফিরে আসেন।[৩]
আজা নাচলে | ||||
---|---|---|---|---|
কর্তৃক অ্যালবাম | ||||
মুক্তির তারিখ | ১৬ আগস্ট ২০০৭ (ভারত) | |||
ঘরানা | চলচ্চিত্রের সঙ্গীত | |||
দৈর্ঘ্য | ৩৮:৪৫ | |||
সঙ্গীত প্রকাশনী | যশ রাজ মিউজিক | |||
প্রযোজক | আদিত্য চোপড়া | |||
সেলিম-সুলেমান কালক্রম | ||||
|
আজা নাচলে চলচ্চিত্রের সঙ্গীতায়োজন করেছেন সেলিম-সুলেমান এবং গানের গীত লিখেছেন জয়দীপ সাহনি ও পীযূষ মিশ্র। ২০০৭ সালের ১৬ই আগস্ট চলচ্চিত্রের সাউন্ডট্র্যাক প্রকাশিত হয়। "ইয়ে ইশ্ক"-সহ চূড়ান্ত দৃশ্যের কয়েকটি গান এই সাউন্ডট্র্যাকে অন্তর্ভুক্ত ছিল না।
এই চলচ্চিত্রের সঙ্গীত বিপুল প্রশংসিত হয়। পীযূষ মিশ্রের লেখা চলচ্চিত্রের শিরোনাম গানটি জনপ্রিয়তা অর্জন করে। প্রথম সপ্তাহে সাউন্ডট্র্যাকটি ইন্ডিয়াএফএমের চার্টে ৯ নং স্থানে ছিল।[৪]
সকল গানের সুরকার সেলিম-সুলেমান।
গানের তালিকা | ||||
---|---|---|---|---|
নং. | শিরোনাম | গীতিকার | কণ্ঠশিল্পী(গণ) | দৈর্ঘ্য |
১. | "আজা নাচলে" | পীযূষ মিশ্র | সুনিধি চৌহান | ৫:০৪ |
২. | "ইশ্ক হুয়া" | জয়দীপ সাহনি | সোনু নিগম, শ্রেয়া ঘোষাল | ৪:২৪ |
৩. | "শো মি ইউর জালওয়া" | জয়দীপ সাহনি | কৈলাশ খের, ঋচা শর্মা, সেলিম মার্চেন্ট | ৪:১৩ |
৪. | "ও রে পিয়া" | জয়দীপ সাহনি | রাহাত ফাতেহ আলী খান | ৬:২০ |
৫. | "সোনিয়ে মিল যা" | পীযূষ মিশ্র | সুখবিন্দর সিং, সুনিধি চৌহান, মাধুরী দীক্ষিত | ৩:৩৭ |
৬. | "ইস পাল" | পীযূষ মিশ্র | সোনু নিগম, শ্রেয়া ঘোষাল | ৩:৫৯ |
৭. | "কোই পাত্থর সে না মারে" | পীযূষ মিশ্র | সুনিধি চৌহান, শ্রেয়া ঘোষাল, সোনু নিগম | ৪:০৪ |
৮. | "ড্যান্স উইথ মি" | জয়দীপ সাহনি | সোনিয়া সায়গল | ৩:২৯ |
৯. | "আজা নাচলে (রিপ্রাইস)" | পীযূষ মিশ্র | ম্যারিঅ্যান ডি'ক্রুজ | ৩:২৮ |
মোট দৈর্ঘ্য: | ৩৮:৪৫ |