উয়েফা | |
---|---|
![]() | |
প্রতিষ্ঠিত | ১৯৯২[১] |
সদর দপ্তর | বাকু, আজারবাইজান |
ফিফা অধিভুক্তি | ১৯৯৪[১] |
উয়েফা অধিভুক্তি | ১৯৯৪ |
সভাপতি | ![]() |
সহ-সভাপতি | |
ওয়েবসাইট | www |
আজারবাইজানী ফুটবল অ্যাসোসিয়েশন (আজারবাইজানি: Azərbaycan Futbol Federasiyaları Assosiasiyası, AFFA, ইংরেজি: Association of Football Federations of Azerbaijan; এছাড়াও সংক্ষেপে এএফএফএ নামে পরিচিত) হচ্ছে আজারবাইজানের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯৯২ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ২ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি প্রতিষ্ঠার ২ বছর পর ১৯৯৪ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা উয়েফার সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর আজারবাইজানের রাজধানী বাকুতে অবস্থিত।
এই সংস্থাটি আজারবাইজানের পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২১ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে আজারবাইজান প্রিমিয়ার লীগ, আজারবাইজান কাপ এবং আজারবাইজান সুপার কাপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে আজারবাইজানী ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন রভনাগ আব্দুলায়েভ এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন এলখান মাম্মদভ।
আজারবাইজান ইউএসএসআর থেকে স্বাধীনতা অর্জনের পর, ১৯৯২ সালের ২৬শে মার্চ তারিখে এএফএএ গঠিত হয়েছিল।[২] ২০০৯ সালের ২৩শে ফেব্রুয়ারি, উয়েফারর সহ-সভাপতি সেনেস এরজিকের সাথে এএফএএফ আজারবাইজান ফুটবল একাডেমি উন্মোচন করেছিল।[৩][৪]
২০১০ সালে, সমিতিটি একটি নতুন লোগো উন্মোচন করেছিল।[৫] ২০১২ সালে ফেডারেশন একটি নির্বাচন আয়োজন করে, যেখানে রভনাগ আব্দুল্লায়েভ একমাত্র প্রার্থী হওয়ায় বিধানসভা বিতর্কিত হয়েছিল।[৬]
এএফএএফএ এবং আজারবাইজান প্রিমিয়ার লীগের বেশিরভাগ ক্লাবের মধ্যে দীর্ঘস্থায়ী দ্বন্দ্বের জবাবে উয়েফা এই অ্যাসোসিয়েশনের ওপর দুই বছরের নিষেধাজ্ঞা জারি করেছিল, তখন দেশটির ফুটবল সমিতি একটি বড় ধাক্কা খায়।[৭] এই দ্বন্দ্বের ফলস্বরূপ ঘরোয়া চ্যাম্পিয়নশিপ পরিত্যাগ করা হয়েছিল এবং শীর্ষ ক্লাবগুলো তাদের খেলোয়াড়দের জাতীয় দলে খেলতে বাধা দেয়, কর কর্মকর্তারাও আজারবাইজান ফেডারেশনে জালিয়াতির অভিযোগ তদন্ত করেছিলেন।[৮]
অবস্থান | নাম |
---|---|
সভাপতি | রভনাগ আব্দুলায়েভ |
সহ-সভাপতি | রাউফ আলিয়েভ |
এলশাদ নাসিরভ | |
সাধারণ সম্পাদক | এলখান মাম্মদভ |
কোষাধ্যক্ষ | খালিদ জাভাদভ |
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক | ফিরুজ আব্দুল্লা |
প্রযুক্তিগত পরিচালক | জাহাঙ্গীর হাসানজাদে |
ফুটসাল সমন্বয়কারী | জাউর হাজি-মাগাররামভ |
জাতীয় দলের কোচ (পুরুষ) | জিয়ানি দে বিয়াসি |
জাতীয় দলের কোচ (নারী) | সিয়াসাত আসগারভ |
রেফারি সমন্বয়কারী | ফ্রিৎস স্টুচলিক |