ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | আজিজ এরাল্টাই বেহিচ[১][২] | ||
জন্ম | [১] | ১৬ ডিসেম্বর ১৯৯০||
জন্ম স্থান | মেলবোর্ন, ভিক্টোরিয়া, অস্ট্রেলিয়া | ||
উচ্চতা | ১.৭০ মিটার (৫ ফুট ৭ ইঞ্চি)[৩] | ||
মাঠে অবস্থান | রক্ষণভাগের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | বুরাস্পোর | ||
জার্সি নম্বর | ২৩ | ||
যুব পর্যায় | |||
২০০৫–২০০৭ | গ্রিন গালি | ||
২০০৮–২০১০ | মেলবোর্ন ভিক্টোরি | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০০৮–২০০৯ | গ্রিন গালি | ৩১ | (৪) |
২০০৯–২০১০ | মেলবোর্ন ভিক্টোরি | ৫ | (০) |
২০১০ | হিউম সিটি | ৬ | (১) |
২০১০–২০১৩ | মেলবোর্ন হিট | ৬৫ | (১) |
২০১৩– | বুরাস্পোর | ১০৬ | (৬) |
২০১৩–২০১৪ | → মেলবোর্ন হিট (ধার) | ২৪ | (১) |
জাতীয় দল‡ | |||
২০১১–২০১২ | অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-২৩ | ৯ | (১) |
২০১২– | অস্ট্রেলিয়া | ২১ | (২) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১০ ফেব্রুয়ারি ২০১৮ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ২৮ মার্চ ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক। |
আজিজ এরাল্টাই বেহিচ (/ˈæzɪz
বেহিচ হচ্ছেন তুর্কি সাইপ্রোয়েট, তার বাবা অস্ট্রেলিয়া হয়ে সাইপ্রাসে অভিবাসিত হয়েছিলেন।[৫] এর জন্য, তুরস্ক এবং অস্ট্রেলিয়া উভয় দেশের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পান, কিন্তু পরবর্তীতে তিনি অস্ট্রেলিয়াকে বেছে নেন।
ব্যক্তিগত
টেমপ্লেট:বুরাস্পোর দল টেমপ্লেট:২০১১–১২ পিএফএ এ-লিগ মৌসুমের সেরা দল