আজিজুর রহমান উসমানি

মুফতিয়ে আজম
আজিজুর রহমান উসমানি
প্রথম প্রধান মুফতি, দারুল উলুম দেওবন্দ
কাজের মেয়াদ
১৮৯০ – ১৯২৭
উত্তরসূরীইজাজ আলী আমরুহী
ব্যক্তিগত বিবরণ
মৃত্যু১৯২৮
দেওবন্দ, ব্রিটিশ ভারত

আজিজুর রহমান উসমানি একজন ভারতীয় সুন্নি মুসলিম পণ্ডিত, যিনি দারুল উলুম দেওবন্দের প্রথম প্রধান মুফতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।[] তিনি তার “ফাতাওয়ায়ে দারুল উলুম দেওবন্দের জন্য সর্বাধিক পরিচিত। শাব্বির আহমেদ উসমানি তার ভাই ছিলেন।[][][][]

জীবনী

[সম্পাদনা]

উসমানি ১২৭৫ হিজরিতে জন্মগ্রহণ করেন এবং ১২৯৫ সালে দারুল উলুম দেওবন্দ থেকে স্নাতক লাভ করেন। তার শিক্ষকদের মধ্যে রয়েছেন মুহাম্মদ কাসেম নানুতুবি,[] মাহমুদুল হাসান এবং মুহাম্মদ ইয়াকুব নানুতুবি। তিনি মুহাম্মদ রফি উদ্দিনের শিষ্য ছিলেন।[]

উসমানি দারুল উলুম দেওবন্দের দারুল ইফতার প্রতিষ্ঠার পর সর্বপ্রথম প্রধান মুফতি হিসেবে নিযুক্ত হন এবং ১৯২৭ পর্যন্ত এই দায়িত্বে ছিলেন, পরে তিনি দাভেলে চলে যান। জাফিরউদ্দীন মিফতাহি তার ফিকহ সংক্রান্ত বিধিগুলি বারো খণ্ডে সংকলিত করেছেন এবং ১৯৬২ থেকে ১৯৭২ সালের মধ্যে “ফাতাওয়ায়ে দারুল উলুম দেওবন্দ” নামে প্রকাশ করেন।[][] মুহাম্মদ শফি উসমানি নির্বাচিত ফতোয়া নিয়ে আরেকটি সংকলন বের করেছিলেন আজিজ আল-ফাতাওয়া নামে।[১০] সৈয়দ মেহবুব রিজভীর মতে, উসমানি ১৩৩০ থেকে ১৩৪৬ হিজরীর মধ্যে ৩৭,৫৬১ টি ফতোয়া দিয়েছিলেন।

উসমানি ১৯২৭ সালে আনোয়ার শাহ কাশ্মিরির সাথে দারুল উলুম দেওবন্দ থেকে পদত্যাগ করেন এবং জামিয়া ইসলামিয়া তালিমুদ্দিন দাভেলে চলে আসেন এবং সেখানে সহিহ আল বুখারী পড়ান। দাভেলে তার স্বাস্থ্যের অবনতি ঘটে এবং তিনি দেওবন্দে ফিরে আসেন, সেখানে ১৯২৮ সালে তিনি মারা যান। তার জানাজার নামাযে ইমামতি করেন সৈয়দ আসগর হোসাইন দেওবন্দী এবং দারুল উলুমের কাসেমি কবরস্থানে তাকে দাফন করা হয়।[]

উসমানি দারুল উলূম দেওবন্দের প্রধান মুফতি উপাধিসহ ভারতের প্রধান মুফতি উপাধি লাভ করেছিলেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Adrawi, Asir। "Mufti Aziz-ul-Rahman Usmani"। Tazkirah Mashaheer-e-Hind: Karwan-e-Rafta (উর্দু ভাষায়) (এপ্রিল ২০১৬ সংস্করণ)। দারুল মুয়ালিফীন। পৃষ্ঠা ১৯৭–১৯৮। 
  2. তামিম, আবু (২০১১)। "ইসলামি আইনশাস্ত্রে আজিজুর রহমান উসমানির অবদান"আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় 
  3. উসমানী, মুফতি তাকি। "Hadhrat Mufti Aziz-ul-Rahman Saheb"। Akabir-e-Deoband Kya They (উর্দু ভাষায়) (মে ১৯৯৫ সংস্করণ)। জমজম বুক ডিপো। পৃষ্ঠা ৬৩–৬৮। 
  4. ছাদীক আতফাল (জুলাই ২০২০)। "হযরত মুফতী আযীয রাহ. মানবসেবী এক মহান মানুষ"আল কাউসার  line feed character in |শিরোনাম= at position 21 (সাহায্য)
  5. রিজভী, সৈয়দ মেহবুব (১৯৮১)। History of Darul Uloom Deoband [দারুল উলুম দেওবন্দের ইতিহাস]। । এফ. কুরাইশি, মুরতাজ হুসাইন কর্তৃক অনূদিত। দেওবন্দ: ইদারায়ে এহতেমাম। পৃষ্ঠা ২৮–৩১। ওসিএলসি 20222197 
  6. Muhammad Tayyib, Qari। 50 Misaali Shaksiyaat (উর্দু ভাষায়) (জুলাই ১৯৯৯ সংস্করণ)। মক্তবা ফয়েজ-আল-কুরআন। পৃষ্ঠা ১১০-১১৩। 
  7. Deobandi, Syed Muhammad Miyan। "Hadhrat Allama Ustadh Mawlana Aziz al-Rahman Mufti-e-Azam Darul Uloom Deoband"। Ulama-e-Haq awr Unke Mujahidana Karname (উর্দু ভাষায়)। ফয়সাল ইন্টারন্যাশনাল। পৃষ্ঠা ১৮১। আইএসবিএন 81-86971-94-7 
  8. Nur Alam Khalil Amini। Pas-e-Marg-e-Zindah (উর্দু ভাষায়)। ইদারা ইলম-ও-আদাব। পৃষ্ঠা ৯৩০–৯৩১। 
  9. স্টিফেন্স, জুলিয়া (২১ জুন ২০১৮)। Governing Islam: Law, Empire, and Secularism in Modern South Asia (ইংরেজি ভাষায়)। আইএসবিএন 9781107173910। সংগ্রহের তারিখ ২৪ মে ২০২০ 
  10. Aftab Ghazi Qasmi; Abdul Haseeb Qasmi। Fuzala-e-Deoband Ki Fiqhi Khidmat (দেওবন্দের স্নাতকদের ফিকহ পরিষেবা) (উর্দু ভাষায়) (ফেব্রুয়ারি ২০১১ সংস্করণ)। কুতুব খানা নাইমিয়া। পৃষ্ঠা ১১৭–১১৮। 

গ্রন্থপঞ্জি

[সম্পাদনা]