আথাবাস্কা জলপ্রপাত

আথাবাস্কা জলপ্রপাত
শীত মৌসুমে আথাবাস্কা জলপ্রপাত
জানুয়ারি'র শেষ সপ্তাহে আথাবাস্কা প্রপাত
মানচিত্র
অবস্থানজেসপার জাতীয় উদ্যান, জেসপার, কানাডা
স্থানাঙ্ক৫২°৩৯′৫১″ উত্তর ১১৭°৫৩′০১″ পশ্চিম / ৫২.৬৬৪১৭° উত্তর ১১৭.৮৮৩৬১° পশ্চিম / 52.66417; -117.88361
মোট উচ্চতা৭৫ ফুট (২৩ মিটার)
ঝরার সংখ্যা
মোট প্রস্থ৬০ ফুট (১৮ মিটার)
জলপ্রবাহআথাবাস্কা নদী

আথাবাস্কা জলপ্রপাত কানাডাআলবার্টা প্রদেশের জেসপার জাতীয় উদ্যানে আথাবাস্কা নদীর উর্ধ প্রবাহের অংশ। জলপ্রপাতটি জেসপার পৌর শহর হতে প্রায় ৩০ কিলোমিটার (১৯ মাইল) দক্ষিণে, আলবার্টার ৯৩ মহাসড়কের আইসফিল্ড পার্কওয়ের পশ্চিমে অবস্থিত। উচ্চতায় ছোট হলেও পরিমাণ ও ঘনত্বে বেশি জল পরিবহনের জন্য নয়নাভিরাম জলপ্রপাতটি সুপরিচিত।

ভৌগোলিক ও ভূতাত্বিক অবস্থা

[সম্পাদনা]

আথাবাস্কা জলপ্রপাত উচ্চতায় ২৩ মিটার (৭৫ ফুট), প্রস্থে ৬০ ফুট (১৮ মিটার) কানাডার শ্রেনীবিভাগ অনুযায়ী এটি ৫ম শ্রেনীর জলপ্রপাত[][] উচ্চতায় কম হলেও আথাবাস্কা জলপ্রপাত শক্তিশালী ও বেশি পরিমাণে পানি পরিবহনের জন্য অধিক পরিচিত। শরৎ কালে আথাবাস্কা নদীর পানি স্তর নিচে নেমে গেলেও, এই জলপ্রপাতে পর্যাপ্ত পানি প্রবাহ থাকে।[] আথাবাস্কা নদী এই জলপ্রপাতের মাধ্যমে শক্ত কোয়ার্টজাইটের কয়েকটি স্তরের উপর দিয়ে ,নরম চুনাপাথরের ভিত্তির উপর পড়েছে। পতন পথে একটি সংক্ষিপ্ত ঝর্ণা এবং বেশ কয়েকটি গর্ত তৈরী হয়েছে।[]

অভিগম্যতা

[সম্পাদনা]

আথাবাস্কা জলপ্রপাতের চারপাশে জলপ্রপাতটির নিরাপদ দর্শন, চিত্র গ্রহণ ও গমনের জন্য কয়েকটি মঞ্চ ও মেঠোপথ আছে। জলপ্রপাতটির ঠিক উত্তর-পূর্ব দিকে আলবার্টা ৯৩ মহাসড়ক হতে একটি গাড়ী পার্কিং-এর স্থান হতে সহজে যাতায়াত ও দর্শনযোগ্য। ৯৩এ সড়কটি জলপ্রপাতের কাছে আথাবাস্কা নদীর উপর দিয়ে উত্তর-পশ্চিমে চলে জেসপার শহরের দিকে গেছে। জলপ্রপাতটির নিম্নাংশ হতে আথাবাস্কা নদীপথে জেসপার শহরে যাওয়ার জন্য প্রায়ই পর্যটকরা 'র‍্যাফটিং' করে থাকেন।[]

চিত্রশালা

[সম্পাদনা]

আরো দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Waterfalls of the Pacific Northwest। "Athabasca Falls"। সংগ্রহের তারিখ ২০০৭-০৬-২৭ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "Athabasca Falls"www.albertawow.com। ২০২০-০৭-০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-১০-১৩ 
  3. "চোখধাঁধানো ৫ জলপ্রপাত"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২০১৪-০১-২৬। ২০২০-১০-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-১০-১৫ 
  4. Parks Canada Agency, Government of Canada (২০১৭-০৮-০২)। "Athabasca Falls - Jasper National Park"www.pc.gc.ca। সংগ্রহের তারিখ ২০২০-১০-১৩ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]