আদ সাম্রাজ্য قَوْم عَاد | |
---|---|
![]() | |
রাজধানী | ইরাম |
সরকার | রাজতন্ত্র |
আদ (আরবি: عَاد , ' ʿĀd) কুরআনে একাধিকবার উল্লেখ করা একটি প্রাচীন গোত্র।[১][২]
'আদরা সাধারণত দক্ষিণ আরবে বাস করতো।[৩] আল-আহকফ বালুময় সমভূমি বা "বায়ু-বাঁকা বালু পাহাড় ") নামে পরিচিত একটি স্থানে। [১][৪] আদজাতি একটি সমৃদ্ধ গোত্র গঠন করে। তারা একটি তীব্র ঝড়ে ধ্বংস হয়ে যায়। ইসলামী বর্ণনা মতে, হুদ নামক একজন একেশ্বরবাদী নবীর শিক্ষাকে প্রত্যাখ্যান করার ফলে ঝড় হয় [১][৩] আদজাতিকে মৌলিক আরব গোত্রসমূহের মধ্যে একটি হিসাবে গণ্য করা হয়, "বিলীন আরব"।। [৩][৫][৬]
ধর্মীয় কাহিনীতে হূদ ও আদ-গোষ্ঠীর আদ নামে একটি কিংবদন্তি রাজা ছিল যিনি একটি অঞ্চল শাসন করতেন যার রাজধানীর নাম উয়ুবার। [৭]
কুরআন মজীদের ২৪ স্থানে আদজাতির উল্লেখ আছে যেমন, (৭: ৬৫: ২) ( সূরা ৭ এর দ্বিতীয় শব্দ, আয়াত ৬৫), কুরআন ৭:৬৫, ৭:৭৪, ৯:৭০, ১১:৫০, ১১:৫৯-৬০, ১৪:৯, ২২:৪২, ২৫:৩৮, ২৬:১২৩-১৪০, ৩৮:১২, ৪০:৩১, ৪১:১৩, ৪১:১৫, ৫০:১৩, ৫১:৪১, ৫৩:৫০, ৫৪:১৮, ৬৯:৪, ৬৯:৬ and ৮৯:৬[৮]