ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | আদাইলতোন দোস সান্তোস দা সিলভা | ||
জন্ম | ৬ ডিসেম্বর ১৯৯০ | ||
জন্ম স্থান | কামাসারি, ব্রাজিল | ||
উচ্চতা | ১.৭৬ মিটার (৫ ফুট ৯+১⁄২ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | মধ্যমাঠের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | টোকিও | ||
জার্সি নম্বর | ১৫ | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০০৮–২০১০ | ফোর্তালেজা | ০ | (০) |
২০১০–২০১৫ | ভিতোরিয়া | ৩৪ | (১১) |
২০১১ | → পারানায়েন্সে (ধার) | ২৬ | (৪) |
২০১২ | → ইতুয়ানো (ধার) | ৯ | (৩) |
২০১২ | → জোইনভিলে (ধার) | ২০ | (৩) |
২০১৩ | → ইতুয়ানো (ধার) | ১৬ | (৩) |
২০১৩ | → পোন্তে প্রেতা (ধার) | ১৩ | (২) |
২০১৪ | → পারানা (ধার) | ১৪ | (৭) |
২০১৫ | → হুবিলো ইওয়াতা (ধার) | ৩৯ | (১৭) |
২০১৬–২০১৯ | হুবিলো ইওয়াতা | ১০৩ | (২২) |
২০২০– | টোকিও | ৮৭ | (২১) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ০৬:১১, ২৫ জুন ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। |
আদাইলতোন দোস সান্তোস দা সিলভা (পর্তুগিজ: Adaílton; জন্ম: ৬ ডিসেম্বর ১৯৯০; আদাইলতোন নামে সুপরিচিত) হলেন একজন ব্রাজিলীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে জাপানের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর জে১ লিগের ক্লাব টোকিওয়ের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।[১][২] তিনি মূলত কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে বাম পার্শ্বীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।
আদাইলতোন দোস সান্তোস দা সিলভা ১৯৯০ সালের ৬ই ডিসেম্বর তারিখে ব্রাজিলের কামাসারিতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।