আদালত | |
---|---|
ধরন | আদালতভিত্তিক নাটক |
নির্মাতা | অভিমন্যু সিং |
পরিচালক |
|
সৃজনশীল পরিচালক |
|
অভিনয়ে | |
মূল দেশ | ভারত |
মূল ভাষা | হিন্দি |
মৌসুমের সংখ্যা | ২ |
পর্বের সংখ্যা | ৪৫৭ (পর্বের তালিকা) |
নির্মাণ | |
প্রযোজক |
|
ব্যাপ্তিকাল | প্রায় ৪৫ মিনিট |
নির্মাণ কোম্পানি | কন্টিলো এন্টারটেইনমেন্ট |
মুক্তি | |
মূল নেটওয়ার্ক | সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন |
মূল মুক্তির তারিখ | ২০ নভেম্বর ২০১০ – ৪ সেপ্টেম্বর ২০১৬ |
ওয়েবসাইট |
আদালত হলো আদালত বিষয়ক ভারতীয় হিন্দি ভাষার একটি টেলিভিশন ধারাবাহিক, যেটি সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনে সম্প্রচারিত হতো।[১][২] ধারাবাহিকটি প্রতিরক্ষা আইনজীবী অ্যাডভোকেট কে. ডি. পাঠককে কেন্দ্র করে তৈরি হয়েছে, যে চরিত্রে অভিনয় করেছেন রনিত রায়। ধারাবাহিকটির প্রথম মৌসুম শুরু হয়েছিল ২০১০ সালের ২০ নভেম্বর এবং শেষ হয় ২০১৫ সালের ১১ জুলাই। প্রথম মৌসুমে ৪৩১টি পর্ব সম্প্রচারিত হয়েছিল। ২০১৬ সালের ৪ জুন ধারাবাহিকটির দ্বিতীয় মৌসুম শুরু হয়।[৩] ২৬টি পর্ব সম্প্রচারের পর ২০১৬ সালের ৪ সেপ্টেম্বর দ্বিতীয় মৌসুম শেষ হয়।
সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন ছাড়াও ধারাবাহিকটি সনি এন্টারটেনমেন্ট টেলিভিশন এশিয়া এবং বাংলা ভাষায় ডাবিং করে সনি আট চ্যানেলে সম্প্রচার করা হতো।
ধারাবাহিকটি প্রতিরক্ষা আইনজীবী অ্যাডভোকেট কে. ডি. পাঠককে কেন্দ্র করে তৈরি হয়েছে, যিনি বিনয়ী ও সৎ। তিনি প্রতিরক্ষা আইনজীবী হিসেবে অনবদ্য জয়ের রেকর্ড সৃষ্টি করেছেন। তিনি মিথ্যা মামলায় ফেঁসে যাওয়া নিরপরাধ ব্যক্তিদের পক্ষে লড়েন। তিনি সর্বদা নাটকীয়তার মাধ্যমে কঠিনতম পরিস্থিতি থেকে তার মক্কেলকে বের করে আনতে পারেন, যদি মক্কেল নির্দোষ হন। তার সাফল্যের হার ১০০%, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তিনি কেবল তার মক্কেলের জন্য লড়েননা, বরং ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য লড়েন।
অভিনেতা রনিত রায় এই ধারাবাহিকের প্রধান চরিত্র কে. ডি. পাঠকের ভূমিকায় অভিনয় করেছেন। কে. ডি. পাঠক কে. ডি. শেখাওয়াত নামেও পরিচিত। তবে এই ধারাবাহিকে কেডির পূর্ণরূপ কি বা কেডির মানে কি এটা খোলাসা করে উল্লেখ করা হয়নি। এই বিষয়ে যখনই কেডিকে জিজ্ঞেস করা হয় তখনই তিনি বিষয়টি এড়িয়ে যান। কিন্তু এই ধারাবাহিকের ৫৭ নম্বর পর্বে দেখা যায় একজন কয়েদীর প্রশ্নের জবাবে কেডি পাঠক বলেন কেডির মানে হলো 'করণ দিবাকর'। যদিও কেডি এটা মিথ্যা বলেছিলেন, কিন্তু পরবর্তীতে ঐ কয়েদীর মৃত্যুর সময় কেডি তার কানে আসল মানেটি বলেছিলেন তবে সেটা ঐ কয়েদী ছাড়া আর কেউই শুনতে পাননি।
মৌসুম | পর্বের সংখ্যা | মূল সম্প্রচারের তারিখ | |||
---|---|---|---|---|---|
সম্প্রচার শুরু | সম্প্রচার শেষ | ||||
১ | ৪৩১ | ২০ নভেম্বর ২০১০ | ১১ জুলাই ২০১৫ | ||
২ | ২৬ | ৪ জুন ২০১৬ | ৪ সেপ্টেম্বর ২০১৬ |