একটি আদিগ্রহীয় চাকতি (ইংরেজি: protoplanetary disk) হল একটি নবগঠিত নবীন নক্ষত্র, বা একটি টি টরি নক্ষত্র বা হারবিগ এই/বিই নক্ষত্রের চারপাশে আবর্তনরত ঘন গ্যাস ও ধুলোর একটি পরিনাক্ষত্রিক চাকতি। আদিগ্রহীয় চাকতিকে সংশ্লিষ্ট নক্ষত্রের একটি উপচয় চাকতিও গণ্য করা হয়। কারণ গ্যাস বা অন্যান্য উপাদান চাকতির অভ্যন্তরীণ কিনারা থেকে নক্ষত্রের পৃষ্ঠভাগে পতিত হতে পারে। তবে যে উপচয় প্রক্রিয়ায় গ্রহ গঠিত হয় তা এই প্রক্রিয়াটির অনুরূপ নয়। বহির্মুখে উজ্জ্বল আলোক-বাষ্পীভবনকারী আদিগ্রহীয় চাকতিগুলিকে বলা হয় প্রোপ্লাইড।
২০১৮ সালের জুলাই মাসে এই ধরনের চাকতির প্রথম নিশ্চিত চিত্র পাওয়া যায়। ছবিটি ছিল পিডিএস ৭০বি নামে একটি জায়মান বহির্গ্রহের।[৩][৪][৫]
<references>
-এ সংজ্ঞায়িত "Bi2020" নামসহ <ref>
ট্যাগ পূর্ববর্তী লেখায় ব্যবহৃত হয়নি।