আদিত্য মিউজিক ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড হল ভারতের অন্ধ্রপ্রদেশের রাজ্যের হায়দ্রাবাদে অবস্থিত একটি তেলুগু ভাষার চলচ্চিত্র সঙ্গীত নির্মাণ কোম্পানি। এটি অন্ধ্রপ্রদেশের নামকরা সংগীত নির্মাণ কোম্পানি।[২]
১৯৯০-এর দশকের শেষদিকে উমেশ গুপ্ত এই কোম্পানিটি প্রতিষ্ঠা করেন। কোম্পানিটির দেখাশোনা এবং পরিচালনার কাজ উমেশ গুপ্তাই করেন। আদিত্য মিউজিক প্রথম দিকে অন্ধ্রপ্রদেশ এবং অন্যান্য রাজ্যের সঙ্গীত বিতরণ ও মার্কেটিংয়ের কাজ করত করত।[৩][৪][৫] পরে তারা তাদের গানগুলিকে অডিও ক্যাসেটের মাধম্যে বিতরণ করতে শুরু করেন।[৬]
আদিত্য মিউজিক তাদের তেলুগু ভাষার চলচ্চিত্রকে হিন্দি এবং ভোজপুরি ভাষায় ডাবিং করায়, ও সেগুলিকে সিনেমা থিয়েটারে কিংবা ইউটিউবে মুক্তি দেয়।