তানাখের সময়রেখা তোরাহের প্রথম খণ্ড আদিপুস্তকের দেওয়া হিসাব থেকে তৈরি করা সম্ভব।
এই সময়রেখা গুলো বিভিন্ন বাইবেলীয় গবেষক ধর্ম অনুসারে পৃথিবীর বয়স নির্ধারণে ব্যবহার করেছেন। তারিখগুলো মূলত মেজোরেটিয় সূত্রের উপর ভিত্তি করে তৈরি। বছরের হিসাবগুলো সৃষ্টাব্দ সালের ভিত্তিতে দেখানো হয়েছে।
- আদম ৯৩০ বছর বয়সে মৃত্যুবরণ করেন।[১০]
- হনোককে ঈশ্বর ৩৬৫ বছর বয়সে জীবিত গ্রহণ করলেন।[১১]
- শেথ ৯১২ বছর বয়সে মৃত্যুবরণ করেন।[১২]
- ইনোশ ৯০৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন।[১৪]
- কেনান ৯১০ বছর বয়সে মৃত্যুবরণ করেন।[১৫]
- মহললেল ৮৯৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন।[১৬]
- যেরদ ৯৬২ বছর বয়সে মৃত্যুবরণ করেন।[১৭]
- লেমক ৭৭৭ বছর বয়সে মৃত্যুবরণ করেন।[২০]
- মথূশেলহ ৯৬৯ বছর বয়সে মৃত্যুবরণ করেন।[২১]
- নোহের জীবনের ৬০০ বছর পূর্ণ হয়।[২২]
- দ্বিতীয় মাসের দশম দিবসে মহাপ্লাবনের ৭ দিন পূর্বে ঈশ্বর নোহকে জোড়ায় জোড়ায় নৌকায় উঠতে বলেন[২৩] যা ১০০ বছর আগে নির্মাণের জন্য বলা হয়েছিলো।[২৪]
- দ্বিতীয় মাসের সতেরো তম দিবসে মহাপ্লাবন শুরু হয়[২৫] এবং ১৫০ দিন স্থায়ী হয়।[২৬]
- সপ্তম মাসের সতেরো তম দিবসে প্লাবনের জল কমতে শুরু করে[২৭] যার ফলে নৌকা আরারাত পর্বতে বিশ্রাম নেয়।[২৮]
- দশম মাসের প্রথম দিনে পর্বতের চূড়া দৃশ্যমান হয়।[২৯]
- নোহ ৬০১ বছর বয়সে পদার্পণ করে।[৩০]
- পেলগ ২৩৯ বছর বয়সে মৃত্যুবরণ করেন।
- নাহোর ১৪৮ বছর বয়সে মৃত্যুবরণ করেন।
- নোহ ৯৫০ বছর বয়সে মৃত্যুবরণ করেন।
- রেয়ু ২৩৯ বছর বয়সে মৃত্যুবরণ করেন।
- সেরুগ ২৩০ বছর বয়সে মৃত্যুবরণ করেন।
- তেরাহ ২০৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন।
- সারাহ ১২৭ বছর বয়সে মৃত্যুবরণ করেন।
- অফকষদ ৪৩৮ বছর বয়সে মৃত্যুবরণ করেন।
- আব্রাহাম ১৭৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন।
- শেলহ ৪৩৩ বছর বয়সে মৃত্যুবরণ করেন।
- শেম ৬০০ বছর বয়সে মৃত্যুবরণ করেন।
- ইশ্মায়েল ১৩৭ বছর বয়সে মৃত্যুবরণ করেন।[৪৪]
- এবর ৪৬৪ বছর বয়সে মৃত্যুবরণ করেন।
- ইসহাক ১৮০ বছর বয়সে মৃত্যুবরণ করেন।[৪৫]
- যাকোব ১৩০ বছর বয়সে মিশরে গেলেন।
- যাকোব মিশরে ১৪৭ বছর বয়সে মৃত্যুবরণ করেন।