আদিল এল আরবি ও বিলাল ফাল্লাহ | |
---|---|
![]() | |
জন্ম | আদিল এল আরবি ৩০ জুন ১৯৮৮ বিলাল ফাল্লাহ ৪ জানুয়ারি ১৯৮৬ |
পেশা | চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার, চলচ্চিত্র সম্পাদক |
কর্মজীবন | ২০১০–বর্তমান |
আদিল এল আরবি (জন্ম ৩০ জুন ১৯৮৮) ও বিলাল ফাল্লাহ (জন্ম ৪ জানুয়ারি ১৯৮৬) হচ্ছেন বেলজীয় চলচ্চিত্র পরিচালক ও টেলিভিশন পরিচালকদ্বয়। এই জুটিটি ইমেজ (২০১৪), ব্ল্যাক (২০১৫), ও পাস্তার-এর (২০১৮) মতো চলচ্চিত্রগুলো রচনা ও পরিচালনার জন্য পরিচিত, পাশাপাশি উইল স্মিথ ও মার্টিন লরেন্স অভিনীত ব্যাড বয়েজ ফ্যাঞ্চাইজির তৃতীয় সংস্করণ ব্যাড বয়েজ ফর লাইফ চলচ্চিত্র পরিচালনার জন্যও বিখ্যাত।[১][২]
আদিল এল আরবি ও বিলাল ফাল্লাহ একসঙ্গে চলচ্চিত্র বিদ্যালয়ে পড়েন। তাদের পরিচালিত প্রথম কর্ম ছিলো একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নাম ব্রয়েডার্স (২০১১), যা সমালোচকদের কর্তৃক প্রশংসিত হয়; তাদের পরবর্তী চলচ্চিত্র, ব্ল্যাক (২০১৫) ও পাস্তার (২০১৮), এগুলোও ইতিবাচক প্রতিক্রিয়া পায়।[৩] তারা টেলিভিশন সিরিজ স্নোফলের প্রথম দুটি এপিসোড পরিচালনা করেন, যেগুলো ২০১৭ সালের ৫ ও ১২ জুলাই প্রচারিত হয়, সেইসঙ্গে দিমিট্রি ভেগাস অ্যান্ড লাইক মাইকের সঙ্গীত ভিডিও হুয়েন আই গ্রো আপ, যা গান মার্কিন র্যাপার ওয়াইজ খলিফা।[৪] ব্যাড বয়েজ ফর লাইফ পরিচালনার পাশাপাশি আরবি ও ফাল্লাহ ব্রেভারলি হিলস কপ চলচ্চিত্র সিরিজের চতুর্থ সংস্করণ বেভারলি হিলস কপ ৪ও পরিচালনায় সংযুক্ত করেন, যেখানে এডি মুরফি তার ভূমিকাটি পূণরায় পালন করেন।[৫][৬]
বছর | শিরোনাম | ভূমিকা | টীকা | |
---|---|---|---|---|
পরিচালক(রা) | রচয়িতা(রা) | |||
২০১১ | ব্রয়েডার্স | হ্যাঁ | আদিল এল আরবি | স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র |
২০১২ | বারজিকা | হ্যাঁ | হ্যাঁ | টিভি সিরিজ |
২০১৪ | ইমেজ | হ্যাঁ | হ্যাঁ | |
২০১৫ | ব্ল্যাক | হ্যাঁ | হ্যাঁ | |
২০১৭ | হ্যাশট্যাগ | হ্যাঁ | হ্যাঁ | স্বল্পদৈর্ঘ্য |
২০১৭ | স্নোফল | হ্যাঁ | না | টিভি সিরিজ, ২টি এপিসোড |
২০১৮ | পাস্তার | হ্যাঁ | হ্যাঁ | |
২০২০ | ব্যাড বয়েজ ফর লাইফ | হ্যাঁ | না | |
TBA | বেভারলি হিলস কপ ৪ | হ্যাঁ | না | চিত্রায়ণ চলছে |