ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | আদেরবার মেলো দোস সান্তোস নেতো | ||
জন্ম | ১৭ মার্চ ১৯৯০ | ||
জন্ম স্থান | কাম্পিনা গ্রান্দে, ব্রাজিল | ||
উচ্চতা | ১.৮৮ মিটার (৬ ফুট ২ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | গোলরক্ষক | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | ফ্লামেঙ্গো | ||
জার্সি নম্বর | ২০ | ||
যুব পর্যায় | |||
২০০৬–২০০৮ | পোর্তু | ||
২০০৮–২০১০ | পারানায়েন্সে | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০১০–২০২২ | পারানায়েন্সে | ১৮০ | (০) |
২০২২– | ফ্লামেঙ্গো | ৩ | (০) |
জাতীয় দল‡ | |||
২০২১ | ব্রাজিল অলিম্পিক | ৬ | (০) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১২:০০, ১৪ জুলাই ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১২:০০, ১৪ জুলাই ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
আদেরবার মেলো দোস সান্তোস নেতো (পর্তুগিজ: Aderbar Santos; জন্ম: ১৭ মার্চ ১৯৯০; আদেরবার সান্তোস নামে সুপরিচিত) হলেন একজন ব্রাজিলীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ব্রাজিলীয় ক্লাব ফ্লামেঙ্গোর হয়ে গোলরক্ষক হিসেবে খেলেন।
২০২১ সালে, আদেরবার ব্রাজিল অলিম্পিক দলের হয়ে ব্রাজিলের বয়সভিত্তিক পর্যায়ে প্রতিনিধিত্ব করেছিলেন।[১]
আদেরবার মেলো দোস সান্তোস নেতো ১৯৯০ সালের ১৭ই মার্চ তারিখে ব্রাজিলের কাম্পিনা গ্রান্দেতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
আদেরবার ব্রাজিল অলিম্পিক দলের হয়ে খেলার মাধ্যমে ব্রাজিলের প্রতিনিধিত্ব করেছেন। ২০২১ সালের ২২শে জুলাই তারিখে তিনি ২০২০ গ্রীষ্মকালীন অলিম্পিকে জার্মানি অলিম্পিক দলের বিরুদ্ধে ম্যাচে ব্রাজিল অলিম্পিক দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন।[২][৩] ব্রাজিলের বয়সভিত্তিক দলের হয়ে তিনি ৬ ম্যাচে অংশগ্রহণ এবং একটি শিরোপা জয়লাভ করেছেন।[৪]