আদেল এগ্জারকপুলোস | |
---|---|
জন্ম | |
পেশা | অভিনেত্রী |
কর্মজীবন | ২০০৫–বর্তমান |
আদেল এগ্জারকপুলোস (জন্ম ২২শে নভেম্বর, ১৯৯৩) একজন ফরাসী অভিনেত্রী এবং ২০১৩ সালে সর্ব কনিষ্ঠ অভিনয় শিল্পী হিসেবে পাল্ম দর পুরস্কার জিতেন।
আদেল এগ্জারকপুলোস ফ্রান্সে বেড়ে উঠেন। তার পিতা দিদিয়ে এগ্জারকপুলোস একজন গিটার শিক্ষক এবং তার মা মারিয়ান নিকেত একজন নার্স। তার পিতামহ ছিলেন গ্রিসের অধিবাসী।[১][২] আদেল এগ্জারকপুলোসের লাজুক মুখাবয়বের কারণে ৯ বছর বয়সে তার পিতামাতা তাকে অভিনয় কেন্দ্রে পাঠাতে শুরু করেন। ২০০৫ সালে তার অভিনীত মার্থা মুক্তি পাবার পূর্ব পর্যন্ত অভিনয় শিক্ষা গ্রহণ করতে থাকেন। ২০০৬ সালে আদে্ল টেলিভিশন ক্যারিয়ার শুরু করেন। ২০০৮ সালে লেজঁফঁ দ্য টিম্পেলব্যাক চলচ্চিত্রে অভিনয় করেন। ব্লু ইজ দ্য ওয়ার্মেস্ট কালার (২০১৩) অভিনয়ের পূর্বে আদে্ল দি রাউন্ড আপ (২০১০), টার্ক হেড (২০১০), চেজ্ জিনো (২০১১) এবং আই ইউজ টু বি ডার্কার (২০১৩) প্রভৃতি চলচ্চিত্রে অভিনয় করেন। ব্লু ইজ দ্য ওয়ার্মেস্ট কালার ২০১৩ সালে পাল্ম দর পুরস্কার জিতে, সাথে আদেল এগ্জারকপুলোস ও লেয়া সেদু সেরা অভিনেত্রী নির্বাচিত হন।[৩]