আন নাহদিয়া (আরবি: النهدية)ছিলেন মুহাম্মদ এর একজন মহিলা সাহাবী। তিনি একজন মুক্ত দাসী ছিলেন। তার এই নাম তার গোত্র (নাহদ) কে নির্দেশ করে। তার ব্যক্তিগত নাম হাকিমা।[১]
উম্মে উবাইস নামে তার এক মেয়ে ছিল।[২] তারা দুজনেই বনু আবদ আদ দার একজন মহিলার দাসী ছিলেন।[৩]
নাহদিয়া ও তার মেয়ে ইসলাম গ্রহণ করার পর তারা নির্যাতনের সম্মুখীন হন। এরপরও তারা তাদের বিশ্বাসে অটল থাকেন।[৪] তাদের নির্যাতন করা ব্যক্তিদের মধ্যে তাদের মনিব মহিলা[৩] ও উমর ইবনুল খাত্তাব ছিলেন। উল্লেখ্য এসময় উমর ইসলাম গ্রহণ করেননি।[২]
প্রথম মুসলিমদের অন্যতম আবু বকর নির্যাতনের কারণে তাদের মনিবকে অভিযোগ করলে মনিব উত্তর দেয়, "আপনি তাদের বিপথগামী করেছেন, তাদের প্রতি বেশি সমবেদনা থাকলে আপনি তাদের মুক্ত করে দিতে পারেন।"[৩]
আবু বকর তাদেরকে কিনে নেন মুক্ত করে দেন।[২][৪]