আনন্দ দুদ্ধ শহর | |
---|---|
শহর | |
আনন্দ | |
গুজরাতের মানচিত্রে অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°৩৩′২২″ উত্তর ৭২°৫৭′০৪″ পূর্ব / ২২.৫৫৬° উত্তর ৭২.৯৫১° পূর্ব | |
রাষ্ট্র | ভারত |
রাজ্য | গুজরাত |
জেলা | আনন্দ |
নামকরণের কারণ | আনন্দগীর |
সরকার | |
• ধরন | পৌরসভা |
• পৌর প্রধান - প্রমুখ | কান্তিভাই চাওড়া |
আয়তন | |
• মোট | ৪৭.৮৯ বর্গকিমি (১৮.৪৯ বর্গমাইল) |
উচ্চতা | ৩৯ মিটার (১২৮ ফুট) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ২,১৮,৪৮৬ |
• জনঘনত্ব | ৪,৫৬২.২৫/বর্গকিমি (১১,৮১৬.২/বর্গমাইল) |
ভাষা | |
• দাপ্তরিক | গুজরাটি, হিন্দি |
সময় অঞ্চল | আইএসটি (ইউটিসি+৫:৩০) |
পিন | ৩৮৮০০১ |
এলাকা কোড | ২৬৯২ |
যানবাহন নিবন্ধন | জিজে ২৩ |
ওয়েবসাইট | gujaratindia |
আনন্দ ভারতের গুজরাত রাজ্যের আনন্দ জেলার প্রশাসনিক কেন্দ্র। এটি আনন্দ পৌরসভা দ্বারা পরিচালিত হয়। , চারোটার অঞ্চলের একটি অংশ যেটি আনন্দ ও খেদা জেলা নিয়ে গঠিত।
আনন্দ ভারতের দুগ্ধ রাজধানী হিসাবে পরিচিত। এই শহরে গুজরাত কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন লিমিটেডের প্রধান কার্যালয় (জিসিএমএমএফ, যা দুধ সংগ্রহের জন্য এমএল এবং সমবায় পরিচালনার জন্য মূল সংস্থা), ভারতের এনডিডিবি, সুপরিচিত ব্যবসায়িক স্কুল - রুরাল ম্যানেজমেন্ট আনন্দ (আইআরএমএ), বিদ্যা ডেইরি ও আনন্দ কৃষি বিশ্ববিদ্যালয় অবস্থিত।
আনন্দ রাজ্যের রাজধানী গান্ধীনগর থেকে ১০১ কিলোমিটার (৬৩ মাইল) দূরে পশ্চিমে রেলের আহমেদাবাদ ও ভাদোদরার মাঝে অবস্থিত।
আনন্দ ২২.৫৭° উত্তর থেকে ৭২.৯৩° পূর্ব দিকে অবস্থিত।[১] এর গড় উচ্চতা হল ৩৯ মি (১২৮ ফুট)। শহরের আয়তন ২২.৭ বর্গকিমি (৮.৮ বর্গ মাইল)।
২০১১ সালের আদমশুমারি অনুসারে, [৩] আনন্দের জনসংখ্যা হল ৬৩৪,৯৮৭ জন। মোট জনসংখ্যার মধ্যে ৫১.৭৭% পুরুষ এবং ৪৮.২৩% মহিলা। শহরের সাক্ষরতার হার ৭৮.৪৫%, যা জাতীয় সাক্ষরতার হার ৭৪.০৪% এর থেকে বেশি।
আনন্দের অর্থনীতি খুব প্রাণবন্ত। এখানে কৃষিকাজ থেকে শুরু করে বড় শিল্পও রয়েছে। প্রধান ফসলের মধ্যে রয়েছে তামাক এবং কলা। আনন্দ বিখ্যাত আমুল ডেইরি,[২] বিদ্যা ডেইরি,[৩] আমুল চকোলেট প্ল্যান্ট, মোগর ও গুজরাত সমবায় দুধ বিপণন ফেডারেশনের কেন্দ্র।