আনন্দজী | |
---|---|
প্রাথমিক তথ্য | |
জন্মনাম | আনন্দজী বীরজী শাহ |
জন্ম | (১৯৩৩-০৩-০২)২ মার্চ ১৯৩৩ কুন্দ্রদি, কচ্ছ, গুজরাত, ব্রিটিশ ভারত (বর্তমান ভারত) |
ধরন | চলচ্চিত্রের সুর |
পেশা | সঙ্গীত পরিচালক, সুরকার |
কার্যকাল | ১৯৫৪-২০০০ |
আনন্দজী বীরজী শাহ (২ মার্চ ১৯৩৩) ছিলেন কল্যাণজী-আনন্দজী যুগলের একজন। তিনি ও তার ভাই কল্যাণজী বীরজী শাহ ছিলেন ভারতীয় চলচ্চিত্র সঙ্গীতজ্ঞ। তারা ১৯৭৫ সালে কোরা কাগজ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেছিলেন। আনন্দজী ১৯৯২ সালে ভারত সরকার কর্তৃক প্রদত্ত চতুর্থ সর্বোচ্চ সম্মাননা পদ্মশ্রী লাভ করেন।[১]
কল্যাণজী ১৯৩৩ সালের ২রা মার্চ তৎকালীন ব্রিটিশ ভারতের (বর্তমান ভারত) গুজরাতের কচ্ছ জেলার কুন্দ্রদিতে জন্মগ্রহণ করেন। তার পিতা বীরজী শাহ ছিলেন একজন কচ্ছ ব্যবসায়ী, তিনি কচ্ছ থেকে মুম্বই চলে যান সেখানে একটি দোকান চালু করার জন্য। আনন্দজীর বড় ভাই কল্যাণজী বীরজী শাহ এবং তার ছোট ভাই ও তার স্ত্রীর যুগলবন্দি বাবলা ও কাঞ্চনও সুরকার।
সাধারণ | |
---|---|
জাতীয় গ্রন্থাগার | |
অন্যান্য |