ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | আনসুমানে ফাতি ভিয়েরা[১] | ||
জন্ম | ৩১ অক্টোবর ২০০২ | ||
জন্ম স্থান | বিসাউ, গিনি-বিসাউ | ||
উচ্চতা | ১.৭২মি.[২] | ||
মাঠে অবস্থান | আক্রমণভাগের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | ব্রাইটন অ্যান্ড হোভ আলবিয়ন | ||
জার্সি নম্বর | ৩১ | ||
যুব পর্যায় | |||
২০০৯-২০১০ | হেরেরা | ||
২০১০-২০১২ | সেভিয়া | ||
২০১২-২০১৯ | বার্সেলোনা | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০১৯– | বার্সেলোনা | ৮০ | (২২) |
২০২৩– | ব্রাইটন অ্যান্ড হোভ আলবিয়ন (ধারে) | ১ | (০) |
জাতীয় দল‡ | |||
২০১৯ | স্পেন অনূর্ধ্ব ২১ | ২ | (০) |
২০২০– | স্পেন | ৯ | (২) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৬ সেপ্টেম্বর ২০২৩ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৮ জুন ২০২৩ তারিখ অনুযায়ী সঠিক। |
আনসুমানে "আনসু" ফাতি ভিয়েরা (ইংরেজি: Anssumane "Ansu" Fati Vieira) (জন্ম ৩১ অক্টোবর, ২০০২) হলেন একজন পেশাদার ফুটবলার, যিনি লেফট উইঙ্গার হিসেবে প্রিমিয়ার লিগের ক্লাব ব্রাইটন অ্যান্ড হোভ আলবিয়নে খেলেন। তার জন্ম গিনি-বিসাউ -এ হলেও তিনি স্পেন জাতীয় দলের হয়ে খেলে থাকেন।
ফাতির জন্ম গিনি বিসাউ এ। তিনি সেভিয়ার হেরেরায় ছয় বছর বয়সে তার পরিবারের সাথে স্থানান্তরিত হযন। সে সময়ে তার বড় ভাই ব্রাইমা সেভিয়াতে যোগদান করেন। তাঁর আরেক ভাই মিগেলও একজন ফুটবলার।
তার পিতা বরি ফাতি গিনি-বিসাউ-এর প্রাক্তন ফুটবলার ছিলেন। পর্তুগালে স্থানান্তর হওয়ার পর তিনি নিম্নতর লিগগুলোর কিছু দলে খেলেন। পরবর্তীতে তিনি সেভিয়ার সন্নিকটে অবস্থিত মারিনালেদা নামক একটি শহরে স্থানান্তরিত হন, যা সে সময়ে প্রবাসীদের কাজের সুযোগ প্রদান করছিল। মারিনালেদায় মেয়র হুয়ান ম্যানুয়েল সানচেজ গর্ডিয়ো-এর সাথে সাক্ষাতের পর তিনি একজন চালকের চাকরি পান। তিনি তখন নিকটবর্তী শহর হেরেরায় বসবাস শুরু করেন, যেখানে আনসু তাঁর শৈশবের সবচেয়ে বেশি সময় অতিক্রম করেছেন। জন্ম গিনি-বিসাউ -এ হলেও বরি বলেছেন, "তিনি একজন সেভিয়ান"।[৩][৪]
নিকটস্থ ক্লাব হেরেরার হয়ে প্রতিনিধিত্ব করার পর সে ১০ বছর বয়সে (২০১২ সালে) বার্সেলোনার লা মাসিয়া -তে যোগদান করেন,[৫][৬] তার ভাইয়ের একই পদক্ষেপ গ্রহণের এক বছর পরেই।[৭]
২৪ শে জুলাই, ২০১৯ সালে তিনি বার্সেলোনার সাথে তাঁর প্রথম পেশাদার চুক্তি করেন, যার মেয়াদকাল ২০২২ সাল পর্যন্ত।[৮]
ক্লাব | মৌসুম | লীগ | কোপা দেল রে | ইউরোপ | অন্যান্য | মোট | ||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
বিভাগ | ম্যাচ | গোল | ম্যাচ | গোল | ম্যাচ | গোল | ম্যাচ | গোল | ম্যাচ | গোল | ||
বার্সেলোনা | ২০১৯–২০ | লা লিগা | ২৪ | ৭ | ৩ | ০ | ৫ | ১ | ১ | ০ | ৩৩ | ৮ |
২০২০–২১ | ৭ | ৪ | ০ | ০ | ৩ | ১ | ০ | ০ | ১০ | ৫ | ||
২০২১–২২ | ১০ | ৪ | ১ | ০ | ৩ | ১ | ১ | ১ | ১৫ | ৬ | ||
২০২২–২৩ | ৩৬ | ৭ | ৫ | ২ | ৮ | ০ | ২ | ১ | ৫১ | ১০ | ||
২০২৩–২৪ | ২ | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | ২ | ০ | ||
সর্বমোট | ৭৯ | ২২ | ৯ | ২ | ১৯ | ৩ | ৪ | ২ | ১১১ | ২৯ |
জাতীয় দল | সাল | উপস্থিতি | গোল |
---|---|---|---|
স্পেন | ২০২০ | ৪ | ১ |
২০২২ | ৩ | ১ | |
২০২৩ | ২ | ০ | |
সর্বমোট | ৯ | ২ |