আনা তেরেসা আরান্দা

আনা তেরেসা আরান্দা
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1954-01-26) ২৬ জানুয়ারি ১৯৫৪ (বয়স ৭০)
লিয়ন, গুয়ানাহুয়াতো, মেক্সিকো
রাজনৈতিক দলন্যাশনাল অ্যাকশন পার্টি

আনা তেরেসা আরান্দা ওরোজকো (জন্ম:২৬শে জানুয়ারী, ১৯৫৪ লিওন, গুয়ানাহুয়াতো ) একজন মেক্সিকান রাজনীতিবিদ, যিনি ন্যাশনাল অ্যাকশন পার্টির সাথে যুক্ত। তিনি ২০০০ থেকে ২০০৬ সাল পর্যন্ত মেক্সিকোর সমন্বিত পরিবার উন্নয়নের জাতীয় ব্যবস্থা'র পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। ২০০৬ সালের জানুয়ারিতে রাষ্ট্রপতি ভিসেন্টে ফক্স তাকে সামাজিক উন্নয়ন বিষয়ক সেক্রেটারি মনোনীত করেন।[]

রাজনৈতিক জীবন

[সম্পাদনা]

আনা তেরেসা আরান্দা ১৯৯৫ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত মেক্সিকোর পুয়েবলা রাজ্যের ন্যাশনাল অ্যাকশন পার্টির সক্রিয় সদস্য ছিলেন। তিনি সেই রাজ্যে দলটির সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। ১৯৯৮ সালে তিনি পুয়েবলার গভর্নর পদের নির্বাচনে বিজিত প্রার্থী ছিলেন। ২০০০ সালের মেক্সিকোর সিনেট নির্বাচনেও তিনি ব্যর্থ হয়েছিলেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Nombra Fox a Ana Teresa Aranda en la Sedesol"La Crónica de Hoy (Spanish ভাষায়)। ৬ জানুয়ারি ২০০৬। ৬ মার্চ ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০১০