আনা ব্যানার | |
---|---|
জন্ম | Anna Ebiere Banner ১৮ ফেব্রুয়ারি ১৯৯৫ (বয়স ২৯)[১] |
পেশা | Actress, model |
পরিচিতির কারণ | Miss World 2013 |
পুরস্কার | Most Beautiful Girl In Nigeria 2013 |
আনা এবিয়ের ব্যানার (জন্ম ১৮ ফেব্রুয়ারি ১৯৯৫) একজন নাইজেরীয় প্রতিযোগিতা বিজয়ী এবং অভিনেত্রী। তিনি ২০১২ এমবিজিএন কুইন ইসাবেলা আয়ুক দ্বারা ২০১৩ সালে নাইজেরিয়ার সবচেয়ে সুন্দরী মেয়ের মুকুট লাভ করেন [২] ) এবং 2013 সালের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় নাইজেরিয়ার প্রতিনিধিত্ব করেছিলেন। [৩] ২০১২ সালে নাইজেরিয়ার সবচেয়ে সুন্দরী মেয়ে হিসেবে গভর্নর হেনরি ডিকসনের সংস্কৃতি ও পর্যটন বিষয়ক বিশেষ সহকারী নিযুক্ত হন। ২০১৪ সালে, তিনি সুপার স্টোরিতে তার অভিনয়ে আত্মপ্রকাশ করেন। [৪]