ব্যক্তিগত তথ্য | |
---|---|
জন্ম | [১] ক্রাস্নোয়ারস্ক, ফ্রান্স | ১ নভেম্বর ১৯৯৬
ক্রীড়া | |
দেশ | ফ্রান্স |
ক্রীড়া | সাঁতার |
ধরন | সমলয় সাঁতার |
আনাস্তাসিয়া বায়ান্দিনা (ফরাসি: Anastasia Bayandina; জন্ম: ১ নভেম্বর ১৯৯৬) হলেন একজন ফরাসি সমলয় সাঁতারু, যিনি ফ্রান্সের প্রতিনিধি হিসেবে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকেন।[২]
বায়ান্দিনা ফ্রান্সের হয়ে ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করেছেন।
আনাস্তাসিয়া বায়ান্দিনা ১৯৯৬ সালের ১লা নভেম্বর তারিখে ফ্রান্সের ক্রাস্নোয়ারস্কে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
বায়ান্দিনা ফ্রান্সের প্রতিনিধি হিসেবে ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে সর্বমোট ২টি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।[২]
তিনি রোমান লুনেলের সাথে ফ্রান্সের দ্বৈত হিসেবে মহিলাদের দ্বৈত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন;[১] তারা প্রতিযোগিতাটির টেকনিকাল রুটিনে ২৪১.৩১১৬ এবং ফ্রি রুটিনে ১৮৯.০৬৮৭ পয়েন্ট অর্জন করেছিলেন, যার ফলে সর্বমোট ৪৩০.৩৮০৩ পয়েন্ট নিয়ে তারা ১৪তম স্থান অধিকার করেছেন।[৩]
এছাড়াও তিনি লেলিস আলাভেজ, অঁব্রে এস্নো, লোরা গঞ্জালেজ, রোমান লুনেল, এভ প্লানেক্স, শার্লত ত্রম্বল এবং লোরা ত্রম্বলের সাথে ফ্রান্সের দল হিসেবে দলগত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন;[৪] তারা প্রতিযোগিতাটির টেকনিকাল রুটিনে ২৭৭.৭৯২৫, ফ্রি রুটিনে ৩৪০.০৫৬১ এবং অ্যাক্রোব্যাটিক রুটিনে ২৬৮.৮০০১ পয়েন্ট অর্জন করেছিলেন, যার ফলে সর্বমোট ৮৮৬.৬৪৮৭ পয়েন্ট নিয়ে তারা ৪র্থ স্থান অধিকার করেছেন।[৫]