আনুচিং মগিনি

আনুচিং মগিনি
ব্যক্তিগত তথ্য
জন্ম (2003-03-01) ১ মার্চ ২০০৩ (বয়স ২১)
জন্ম স্থান খাগড়াছড়ি
মাঠে অবস্থান আক্রমণভাগ
জাতীয় দল
বছর দল ম্যাচ (গোল)
২০১৬ বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ [] (৫)
২০১৬– বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ (৫)
২০১৬– বাংলাদেশ (০)
অর্জন ও সম্মাননা
এএফসি অনূর্ধ্ব-১৪ নারী স্থানীয় চ্যাম্পিয়নশিপ – দক্ষিণ এবং মধ্য
বিজয়ী ২০১৬ বাংলাদেশ দল[]
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা অক্টোবর ২৫, ২০১৬ October 25, 2016 তারিখ অনুযায়ী সঠিক।

আনুচিং মগিনি (জন্ম ১ মার্চ ২০০৩[]) হচ্ছে বাংলাদেশের নারী ফুটবল দলের আক্রমণভাগের খেলোয়াড়। তিনি বর্তমানে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ জাতীয় নারী ফুটবল দল এ খেলেন। তিনি এএফসি অনূর্ধ্ব-১৪ নারী স্থানীয় চ্যাম্পিয়নশিপ - দক্ষিণ এবং মধ্য এর বিজয়ী দলের সদস্য ছিল ২০১৬ সালে তাজিকিস্তানে[] তিনি ওই টুর্নামেন্ট এর মধ্যে পাঁচটি গোল করে। তিনি আনাই মগিনি এর জমজ ছোট বোন, যেও ফুটবল খেলে।[]

প্রাথমিক জীবন

[সম্পাদনা]

মগিনি জন্মগ্রহণ করে ২০০৩ সালে খাগড়াছড়ি জেলায়। তার বাবা রিপ্রু মগ হচ্ছেন একজন কৃষক। তিনি নবম শ্রেণীতে গার্গা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে পড়ছে রাঙ্গামাটি জেলায়[]

ক্রীড়া জীবন

[সম্পাদনা]

মগিনি ফুটবল খেলা শুরু করে ২০১১ সালে। তিনি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ টুর্নামেন্টে মগাছড়ি প্রাথমিক বিদ্যালয়ের হয়ে খেলে। তিনি বছর দলটি চ্যাম্পিয়ন হয়।[] ২০১৪ সালে তার জেলা খাগড়াছড়ি কেএফসি জাতীয় নারী চ্যাম্পিয়নশিপ-এ অংশগ্রহণ না করায় তিনি নারয়াণগঞ্জের প্রতিনিধিত্ব করে।

আন্তর্জাতিক

[সম্পাদনা]

আনুচিং মগিনি ২০১৭ সালের এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের খেলায় নির্বাচিত হয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দলের হয়ে খেলার জন্য। তিনি ওই টুর্নামেন্টে পাঁচটি গোল করে। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশ ২০১৭ এফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করে ২০১৭ সালের সেপ্টেম্বরে থাইল্যান্ডে।[]

সম্মাননা

[সম্পাদনা]
এএফসি অনূর্ধ্ব-১৪ নারী স্থানীয় চ্যাম্পিয়নশিপ – দক্ষিণ এবং মধ্য
বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ নারী'
  • চ্যাম্পিয়ন: ২০১৬

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "BD U-16 Women's team ready for AFC battle"ডেইলি সান (ঢাকা) (ইংরেজি ভাষায়)। Dhaka। ২০১৬-০৮-২২। ২০১৭-১২-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-১০-১৮ 
  2. "Schedule & Results"এশিয়ান ফুটবল কনফেডারেশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৬-১০-০২ 
  3. Hoque, Shishir (২০১৬-০৯-০২)। "Meet our supergirls"ঢাকা ট্রিবিউন (ইংরেজি ভাষায়)। ঢাকা। সংগ্রহের তারিখ ২০১৬-০৯-২১ 
  4. "পাহাড়ের ৩ ফুটবল কন্যার বিজয়গাথা"দৈনিক আমাদের সময়। ২৮ ডিসেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০১৮ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  5. "Unrelenting Passion"দ্য ডেইলি স্টার (বাংলাদেশ) (ইংরেজি ভাষায়)। ঢাকা। ২০১৬-১০-০৭। ২০১৬-১০-০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-১০-২৬ 
  6. "ঈদের ছুটিতেই ব্যাগ গোছাচ্ছে কৃষ্ণা –সানজিদারা"দৈনিক প্রথম আলো। ১৪ সেপ্টেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০১৮ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]