সিনেটর আনোয়ারুল হক কাকার | |
---|---|
পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকার | |
কাজের মেয়াদ ১৩ আগস্ট ২০২৩ – ৮ ফেব্রুয়ারি ২০২৪ | |
পাকিস্তানের সিনেটের সদস্য | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ১২ মার্চ ২০১৮ | |
বেলুচিস্তান সরকারের মুখপাত্র | |
কাজের মেয়াদ ২০১৫ – ২০১৭ | |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ১৯৭১ (বয়স ৫২–৫৩) মুসলিম বাগ, কিল্লা সাইফুল্লাহ, পাকিস্তান |
জাতীয়তা | পাকিস্তানি |
রাজনৈতিক দল | বেলুচিস্তান আওয়ামী পার্টি |
শিক্ষা | ক্যাডেট কলেজ কোহাত |
প্রাক্তন শিক্ষার্থী | বেলুচিস্তান বিশ্ববিদ্যালয় |
আনোয়ারুল হক কাকার হলেন একজন পাকিস্তানি রাজনীতিবিদ যিনি পাকিস্তানের বর্তমান মনোনীত তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী।[১] তিনি মার্চ ২০১৮ থেকে পাকিস্তানের সিনেটের সদস্য ছিলেন। তিনি ১৪ আগস্ট ২০২৩ সাল থেকে পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।
আনোয়ারুল হক পশতুন জাতির কাকার উপজাতির অন্তর্গত যারা প্রাথমিকভাবে উত্তর বেলুচিস্তান জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। রাজনৈতিক সক্রিয়তার পাশাপাশি কাকার পাকিস্তানের পররাষ্ট্র নীতি প্রণয়নকারী বিভিন্ন চিন্তাকেন্দ্রের সাথেও সম্পৃক্ত। কাকার দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতি বিশেষ করে আফগানিস্তান-পাকিস্তান সম্পর্কের গভীর পর্যবেক্ষক। তিনি কোয়েটার কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ এবং ইসলামাবাদের জাতীয় প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয়ের পরিদর্শনকারী পণ্ডিত হিসাবেও রয়েছেন যেখানে কাকার আন্তর্জাতিক সম্পর্কের উপর বক্তৃতা দেন।[২]
কাকার ২০১৮ সালের পাকিস্তান সিনেট নির্বাচনে বেলুচিস্তান থেকে সাধারণ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে পাকিস্তানের সিনেটর নির্বাচিত হন।[৩][৪] তিনি ১২ মার্চ ২০১৮-এ সিনেটর হিসেবে শপথ নেন [৫]
তিনি একটি নতুন রাজনৈতিক দল বেলুচিস্তান আওয়ামী পার্টি (বিএপি) সহ-প্রবর্তন করেন।[৬]
তাকে পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেছিলেন বিরোধী দলীয় নেতা ও প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। রাষ্ট্রপতি আরিফ আলভি তাকে পাকিস্তানের অষ্টম তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী করার সামারি স্বাক্ষর করেছেন।
কমিটির সদস্য: | স্থায়ী কমিটির বর্তমান সদস্য
|