আন্ত:বহিস্ত্বকীয় পানি হারানো (টিইডব্লিউএল বা টিডব্লিউএল) হল এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে পানি শরীরের (প্রাণী বা উদ্ভিদের) অভ্যন্তর থেকে বহিস্ত্বকের (অর্থাৎ জীবত্বকের বহিস্ত্বক স্তর) মাধ্যমে পার্শ্ববর্তী বায়ুমণ্ডলে চলে যায়। এক্ষেত্রে ব্যাপন এবং বাষ্পীভবন প্রক্রিয়া কাজ করে। স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে TEWL অসংবেদনশীল পানি হারানো (IWL) নামেও পরিচিত। কারণ এটি এমন একটি প্রক্রিয়া যার উপর জীবের সামান্য শারীরবৃত্তীয় নিয়ন্ত্রণ থাকে এবং বেশিরভাগ ক্ষেত্রেই জীব সাধারণত এ বিষয়ে অজ্ঞাত থাকে। শরীর থেকে অসংবেদনশীল পানি হারানো প্রক্রিয়ার মাধ্যমে শররে তরলের ভারসাম্য নষ্ট হয়। এক্ষেত্রে কী ঘটছে তা বোঝার আগেই একজন ব্যক্তি পানিশূন্যতায় ভুগতে পারে।[১]