এই তালিকাটি অসম্পূর্ণ; এটি সম্প্রসারণ করে আপনি সাহায্য করতে পারেন। |
এটি একাধিক মহাদেশ জুড়ে বিস্তৃত এমন দেশগুলির তালিকা এবং এগুলি আন্তঃমহাদেশীয় দেশ নামে পরিচিত।[১] এই তালিকার মধ্যে এমন দেশ আছে যা একক নিরবিচ্ছিন্ন বা সংলগ্ন ভূখণ্ড নিয়ে গঠিত যা কোনো মহাদেশীয় সীমান্ত ছাড়িয়ে গিয়েছে, যেমন রাশিয়া। আবার, এমন কিছু দেশও আছে যার ভূখণ্ডের কিছু অংশ কোনো জলরাশি বা দেশ দ্বারা পৃথকীকৃত, যেমন ফ্রান্স।[১]
এই নিবন্ধে সাতটি মহাদেশের ধারণা ব্যবহার করা হয়েছে, যা ইংরেজিভাষী ভূগোলবিদদের মধ্যে বহুল প্রচলিত।[২] আমেরিকা বা ইউরেশিয়ার মতো অতিমহাদেশের প্রসঙ্গ এখানে আনা হয়নি।